South 24 Parganas News : মাস থেকে খড় দাম বেড়েছে সবের, মহার্ঘ্য দুর্গা প্রতিমা

Last Updated:

দুর্গা প্রতিমার দাম বাড়িয়েছেন মৃৎশিল্পীরা, ফলে চাপে পড়েছেন পুজোর আয়োজকরা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: হু হু করে বাড়ছে প্রতিমা তৈরির উপকরণের দাম। খড়, দড়ি, মাটি দুর্গা প্রতিমা তৈরির সমস্ত জিনিসের দাম অনেকটা বেড়ে গিয়েছে। ফলে মৃৎশিল্পীরা বাধ্য হয়েছেন প্রতিমার দাম বাড়াতে। এদিকে মহার্ঘ প্রতিমা কিনতে গিয়ে চাপে পড়ছেন পুজোর আয়োজকরা।
এই প্রসঙ্গে এক প্রতিমা শিল্পী জানান, করোনার কারণে গত দু’বছর তেমন অর্ডার মেলেনি। তবে এবার প্রতিমা তৈরির কাজ বাড়লেও উপকরণের দাম বেড়ে গিয়েছে। পাশাপাশি লেবারের মজুরি বেড়ে যাওয়ায় লাভ হবে কি না তা নিয়ে আমরা অনেকটাই চিন্তিত।
advertisement
advertisement
আরেক প্রতিমা কারিগর বলেন, খড়-বাঁশ সহ সমস্ত উপকরণের দাম বেড়েছে কয়েকগুণ। যে বাঁশ আগে ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হতো তা এখন ৩৫০ থেকে ৪০০ টাকায় কিনতে হচ্ছে। প্রতি মণ খড়ের দাম ৩০০ থেকে বেড়ে এখন ৮০০ টাকা হয়েছে। ফলে প্রতিমা তৈরিতে খরচ অনেকটাই বেড়ে গেছে।
এই পরিস্থিতিতে অসময়ের বৃষ্টির কারণে প্রতিমা তৈরীর কাজ কিছুটা ব্যাহত হলেও সময়ের মধ্যেই তা শেষ করে ফেলার বিষয়ে আশাবাদী প্রতিমা শিল্পীরা। কিন্তু বর্ধিত দাম দিয়ে সব পুজো কমিটি শেষ পর্যন্ত ঠাকুর কিনবে কিনা সেটাই এখন চিন্তার।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : মাস থেকে খড় দাম বেড়েছে সবের, মহার্ঘ্য দুর্গা প্রতিমা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement