South 24 Parganas.News. নতুন বউ বাড়ি এসে দেখেছিল স্বামী বিবাহিত, তাও চলছিল সংসার! শেষ পরিণতি ভয়ঙ্কর

Last Updated:

প্রাক্তন স্ত্রীকে খুনের দায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করলেন বিচারক।

বারুইপুর আদালতে আনা হল অভিযুক্তকে 
বারুইপুর আদালতে আনা হল অভিযুক্তকে 
দক্ষিণ ২৪ পরগনা: প্রাক্তন স্ত্রীকে খুনের দায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করলেন বিচারক। মৃত স্ত্রীর নাম মমতাজ বিবি। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাশিপুর থানার এলাকায়। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশিপুর থানা এলাকায়।
সাদ্দামের পরিবার সূত্রে খবর, ২০১৪ সালে সাদ্দামের সঙ্গে মমতাজ বিবির বিয়ে হয়েছিল কিন্তু বিবাহের পরে মমতাজ বিবি যখন শ্বশুর বাড়ি যায় তখন দেখেন স্বামীর আর একটি স্ত্রী আছেন, সঙ্গে দুটি সন্তান আছে। তাতেও মমতাজ বিবি, সাদ্দামের সঙ্গে সংসার করছিলেন কিন্তু দিনের পর দিন মমতাজের উপর অত্যাচার আরম্ভ করে সাদ্দাম  ও তার বাড়ির লোক। মমতাজ কিছুদিন পরে নিজের বাড়ির কাশীপুরে ফিরে যায় এবং পরে বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু তাদের দুজনের মধ্যে মোবাইলে যোগাযোগ ছিল ।
advertisement
২০১৬ সালে ২৯ শে জুন সন্ধ্যায় সাদ্দাম মমতাজ এর বাড়িতে যায়। বাড়ির পাশে দুজনে গল্প করে অনেক রাত পর্যন্ত পরে মমতাজকে খুন করে সাদ্দাম সেখান থেকে জুতো ফেলে পালিয়ে যায়। মমতাজের আত্মীয় পরে দেখতে পায় মমতাজ বাড়ির পাশেই শুয়ে আছে সঙ্গে সঙ্গে সে চিৎকার চেঁচামেচি করে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে কাশিপুর থানার খবর দিলে কাশিপুর থানার পুলিশ মমতাজের দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায় মমতাজের বাড়ির লোক মমতাজের খুনের ব্যাপারে কাশিপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। কাশিপুর থানার পুলিশ পরে সাদ্দাম মন্ডলকে গ্রেফতার করে। বারুইপুর মহকুমা আদালতে সেই মামলা চলে সাত বছর সাদ্দাম মন্ডল জেলে ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: পড়াশোনায় মেধাবী, ইঞ্জিনিয়ারিংও  পাশ করেছে, তাঁর মেয়ে সম্পূর্ণ নির্দোষ, দাবি শ্বেতা চক্রবর্তীর বাবার
বারুইপুর মহাকুমা আদালতের ফাস্ট ট্রাক কোর্টে বিচার চলছিল সাদ্দামের৷ বুধবার ফাস্ট ট্রাক কোর্টের বিচারক মুন চক্রবর্তী এসলাসে এই মামলাটির রায় ঘোষণা করে সাদ্দামকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
advertisement
অর্পণ মণ্ডল
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas.News. নতুন বউ বাড়ি এসে দেখেছিল স্বামী বিবাহিত, তাও চলছিল সংসার! শেষ পরিণতি ভয়ঙ্কর
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement