South 24 Parganas News- চার কন্যা সন্তানকে নিয়ে অসহায় ভাবে দিন গুজরান বাঘ বিধবা চন্দনা মণ্ডলের
- Published by:Ravi Singh3
- hyperlocal
Last Updated:
বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে স্বামীর, চার কন্যা সন্তানকে নিয়ে অসহায় ভাবে দিন গুজরান বাঘ বিধবা চন্দনা মণ্ডলের
রুদ্র নারায়ন রায়,দক্ষিণ ২৪ পরগনা : অভয় মন্ডল, তার দুই সঙ্গী লক্ষণ মন্ডল, যাদব মন্ডলকে নিয়ে সুন্দরবনের বাগমারি জঙ্গলের খাড়িতে বৈধ কাগজ নিয়ে কাঁকড়া ধরতে যান (South 24 Parganas News)। সন্ধ্যের দিকে, কাঁকড়া ধরার সময় বাঘ অভয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। সাথে থাকা দুই সঙ্গীদের সঙ্গে বাঘে মানুষে যুদ্ধ হওয়ার পর, অবশেষে বাঘ অভয়কে ছেড়ে জঙ্গলে ফিরে যায়। সাথে সাথে বাকি সঙ্গীরা অভয়কে নৌকায় তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ দীর্ঘ সময় ধরে নৌকা চালিয়ে কুলতলির দেউলবাড়ি গ্রামে পৌঁছায় তারা৷ গ্রামের মানুষদের সহযোগিতায় এরপর জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা অভয় কে মৃত বলে ঘোষণা করেন। সেই ঘটনার পর কেটে গেছে প্রায় এক বছর।
চার কন্যা সন্তানকে নিয়ে সেই থেকে অসহায় অবস্থায় দিন গুজরান ‘বাঘ বিধবা'(এলাকার প্রচলিত কথায়) চন্দনা মন্ডল (South 24 Parganas News)। বড়ো মেয়ে বছর ১৭-র মাধবী মন্ডল, মিনতি মন্ডলের বয়স ১৩ বছর, এরপর রয়েছে বছর ১০ এর শ্রাবন্তী মন্ডল আর সবচেয়ে ছোট পাঁচ বছরের প্রতিমা মন্ডল।আবাস যোজনায় পাওয়া ঘর ছাড়া, আর কিছু নেই চন্দনা মন্ডলের৷ যে বসতবাড়িতে তারা এই মুহূর্তে রয়েছেন, সেই বাড়িরও কোন বৈধ কাগজ নেই চন্দনার নামে। দিনমজুরির কাজ করে চলে চন্দনা ও তার চার সন্তানকে নিয়ে অভাবের সংসার। কিন্তু এইভাবে কতদিন আর চলবেন বুঝে উঠতে পারছেন না এই অসহায় মা। সন্তানদের মুখে আহার যোগান দেওয়া এখন কঠিন হয়ে পড়েছে এই অসহায় বাঘ বিধবা মহিলার কাছে।
advertisement
স্বামীর মৃত্যুর পর থেকে স্থানীয় দেউলবাড়ী দেবীপুর গ্রাম পঞ্চায়েত থেকে এখন কোনরুপ সুযোগ সুবিধা মেলেনি চন্দনার৷ কুলতলীর সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন দফতরে প্রশাসনিক আধিকারিকদেরকেও জানিয়ে কোন লাভ হয়নি৷ বড় মেয়ের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। এই অবস্থায় যদি কোনরূপ সাহায্য আর না পান, তাহলে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আর কোন পথ বাকি থাকবে না বলেই দাবি চন্দনার। তিনি জানান, “সন্তানদের দু’বেলা পেট ভরে খেতে দেওয়ার ক্ষমতাও এখন নেই, কলকাতায় গিয়ে যে কোনো কাজ করব সে সুযোগও নেই। সরকার যদি একটু কোন ভাবে সাহায্য করতো তাহলে হয়তো আমরা বেঁচে থাকতে পারতাম। এতদিন হয়ে গেলেও আমরা কোন সাহায্য পাইনি। এভাবে আর কতদিন চালাতে পারব জানি না”। এখন দেখার প্রশাসন কতটা সদয় হয় এই চার সন্তান সহ অসহায় মায়ের জীবন ধারণের ব্যবস্থা করতে। না হলে হয়ত অচিরেই হারিয়ে যাবে কয়েকটি প্রাণ। খোঁজ রাখবেনা কেউ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2021 8:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News- চার কন্যা সন্তানকে নিয়ে অসহায় ভাবে দিন গুজরান বাঘ বিধবা চন্দনা মণ্ডলের