হোম /খবর /দক্ষিণবঙ্গ /
‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে ৮০’...না ১১০ পার করে ঠাকুমার হল নতুন...

Happy Birhday: ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে ৮০’...না ১১০ পার করে ঠাকুমার হল নতুন...

X
ঠাকুমার [object Object]

Happy Birthday: ১১০ বছরে নতুন দাঁত গজালো ঠাকুমার, পালন হল জন্মদিন

  • Share this:

বজবজ: ১১০ বছরে নতুন চুল ও দাঁত গজালো ঠাকুমার। আর যা দেখে বিস্ময়ে হতবাক সকলেই। আর সেজন্য হ্যাপি বার্থডে  পালন হল ঘটা করে। ঘটনাটি ঘটেছে বজবজের রামচন্দ্রপুরে। ঠাকুমার নাম সখিবালা মন্ডল। ঘটনাচক্রে সেসময় সেখানে উপস্থিত ছিলেন দিদির দূতেরা। তারাও এই জন্মদিন পালনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই জন্মদিন পালনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বজবজ ২ নং ব্লকের সহ-সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়৷

১১০ বছর বয়সে নতুনভাবে জন্মদিন পালন হওয়ায় খুশি বার্থডে গার্ল বজবজের সখিবালা মন্ডল। তাঁর বাড়িতে রয়েছে ৮০ বছরের মেয়ে, রয়েছে সখিবালা দেবীর নাতি, নাতনি তাদের ছেলে-মেয়ে সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন - Hooghly News: স্কুল ভ্যান উল্টে গিয়ে রক্তারক্তি কাণ্ড, আহত ৫ খুদে ছাত্র! ভয়াবহ ঘটনা বেঙাইতে

জন্মদিন বা হ্যাপি বার্থডে পালন উপলক্ষে কাটা হয় কেক। এরপর নিরামিষ রান্না করা খাওয়ানো হয় তাঁকে। উল্লেখ্য ১১০ বছর বয়সে নতুন করে চুল ও দাঁত গজিয়েছে তাঁর। জীবনের শেষ প্রান্তে এসে আরো কিছুদিন বাঁচতে চান তিনি।

আরও পড়ুন - South 24 Parganas News: ভারতীয় যোগের চর্চা পাড়ায় পাড়ায়, বজবজে দেখা গেল মানব পিরামিড!

ঘটনাচক্রে বজবজের ঠাকুমার জন্মদিনের দিনেই  দিদির দূতেরা পৌঁছে গিয়েছিল তাঁর বাড়ি। উপস্থিত ছিলেন বজবজ ২ নম্বর ব্লকের সহ-সভাপতি বুচান ব্যানার্জি। তিনি জানান ঠাকুমার আশীর্বাদ নিয়ে দিদির সুরক্ষা কবজ শুরু হয়েছে এলাকায়। জন্মদিনের অনুষ্ঠানে থাকতে পেরে তাঁরা খুবই খুশি। তাঁদের উদ্যোগে এলাকায় মিষ্টিও বিতরণ করা হয়েছে। ঠাকুমার জন্মদিনে অংশগ্রহণ করে খুশি দিদির দূতেরা‌।

নবাব মল্লিক

Published by:Debalina Datta
First published:

Tags: Budge Budge, Grand mother, Happy Birthday