South 24 Parganas News: প্রত্যন্ত ঘোড়ামারা দ্বীপে গাছ থেকে ঝুলছে দেহ!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BISWAJIT HALDER
Last Updated:
মঙ্গলবার সকালে কয়েকজন গ্রামবাসী একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান।
দক্ষিণ ২৪ পরগনা: সাগরের ঘোড়ামারা দ্বীপ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। এমনিতেই এই দ্বীপটি যথেষ্ট নির্জন ও প্রান্তিক। সেখানে কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, তিনি ঘোড়ামারার লোক নন। বাইরে কোথাও থেকে এসেছিলেন।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে কয়েকজন গ্রামবাসী একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁরাই গ্রামের বাকিদের খবর দেন। কৌতূহলে ওই গাছতলায় ভিড় জমতে শুরু করে। গ্রামবাসীদের মধ্যেই থেকেই কয়েকজন খবর দেয় ঘোড়ামারা পুলিশ ক্যাম্পে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, দেহটি যে গাছ থেকে ঝুলছিল সেই গাছের তলা থেকে পুলিশ একটি জামা কাপড়ের ব্যাগ উদ্ধার করেছে। যা থেকে আরও সন্দেহ দৃঢ় হয়েছে যে তিনি বাইরে থেকে এসেছিলেন। কিন্তু আত্মহত্যা যদি উদ্দেশ্য হয় তবে কেন এমন প্রত্যন্ত এলাকায় এসে এই ঘটনা ঘটালেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এটি খুনের ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল পাঠানো হয়।
advertisement
বিশ্বজিৎ হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 9:23 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: প্রত্যন্ত ঘোড়ামারা দ্বীপে গাছ থেকে ঝুলছে দেহ!