Green Vegetable: রোজের রান্নার এই সবুজ সবজিতেই আস্থা রাখুন, দূর করে ডায়াবেটিস-এর মত ১০টা জটিল রোগ
Last Updated:
বাঙালির হেরঁশেলেও এখন দারুন কদর ক্যাপসিকামের। শুধু রান্নার সৌন্দর্য বৃদ্ধিই নয়, ক্যাপসিকাম ১০-১০টা জটিল রোগ দূর করে
দক্ষিণ ২৪ পরগনা: নাম লঙ্কা, তবে তেজ বা ঝাল নেই । কিন্তু আপনার শরীরের একটা দুটো নয় প্রায় দশ দশটা রোগের নিরাময় করতে পারে এই লঙ্কা । এটি কাঁচা লঙ্কা নয়, এটি হল ক্যাপসিকাম লঙ্কা।
ইদানীং বাঙালি হেঁশেলেও বেশ আদরের ক্আযাপসিকাম। শুধুই চাইনিজ রান্না নয়, বাঙালি ঝোলে-ঝালেও দিব্য ব্যবহৃত হচ্ছে ক্যাপসিকাম। শুধু সবুজ নয়, লাল-হলুদ নানা বাহারি রঙের ক্যাপসিকামের দেখা মেলে বাজারে। তবে শুধু রান্নার সৌন্দর্য বৃদ্ধিই নয়, ক্যাপসিকামের উপকারিতাও রয়েছে ভুড়িভুড়ি!
ক্যাপসিকাম-এ থাকে ভিটামিন সি ও কোলাজেন। যেগুলি যথাক্রমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ও অস্থি সন্ধি ভাল রাখতে সাহায্য করে। ক্যাপসিকামে রয়েছে ভিটামিন এ, যা চোখ ভাল রাখে।
advertisement
advertisement
ক্যাপসিকাম শরীরে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে ডায়াবেটিস কমায়। পাশাপাশি বাতের ব্যথা কমাতেও ক্যাপসিকামের জুড়ি মেলা ভার। তিনকোনা নামক জড়িবটির সঙ্গে ক্যাপসিকাম মিশিয়ে খেলে গাঁটে ব্যথা ও আর্থরাইটিসে খুব ভাল ফল মেলে। ওজন কমাতে ক্যাপসিকাম, পরিপাক ক্রিয়ার হার বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে শরীরের ওজন অনেকটাই কমে যায়। লাল ক্যাপসিকাম বাড়ায় হজমের ক্ষমতা। যা পরোক্ষ ভাবে সাহায্য করে দেহের অতিরিক্ত ওজন কমাতে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2023 3:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Green Vegetable: রোজের রান্নার এই সবুজ সবজিতেই আস্থা রাখুন, দূর করে ডায়াবেটিস-এর মত ১০টা জটিল রোগ