South 24 Parganas News: বিশ্ব উষ্ণায়নের প্রভাব এড়াতে বকখালিতে প্রচার বন দফতরের

Last Updated:

বিশ্ব উষ্ণায়নের প্রভাব এড়াতে বকখালিতে প্রচার চালাল বনদফতরের কর্মকর্তারা। বৃহস্পতিবার এই প্রচার অভিযানে অংশ নিয়েছিল স্কুলের ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা।

বকখালিতে চলছে প্রচার
বকখালিতে চলছে প্রচার
বকখালি: বিশ্ব উষ্ণায়নের প্রভাব এড়াতে বকখালিতে প্রচার চালাল বন দফতরের কর্মকর্তারা। বৃহস্পতিবার এই প্রচার অভিযানে অংশ নিয়েছিল স্কুলের ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। প্রচার অভিযানের সঙ্গে বকখালির সমুদ্র সৈকত পরিষ্কারের কাজ করা হয়।
বিশ্ব উষ্ণায়নের ফলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। ফলে যে কোনো মুহুর্তে তলিয়ে যেতে পারে সুন্দরবনের বিস্তীর্ণ অংশ। যার প্রথম প্রভাব পড়বে সমুদ্র তীরবর্তী এলাকায়। বকখালি যার মধ‍্যে অন‍্যতম এলাকা।
সেজন‍্য স্থানীয় বাসিন্দাদের সচেতন করার উদ‍্যোগ নিয়েছে বনদফতর। মূলত পরিবেশে ফেলে দেওয়া গ্রীন হাউস গ‍্যাস নির্গমনকারি বস্তু, প্লাস্টিক জাতীয় দ্রব্য এই বিশ্ব উষ্ণায়নের জন‍্য দায়ী। সেগুলি যাতে সাধারণ মানুষজন যাতে ব‍্যবহার না করেন সেজন‍্য এই প্রচার চালানো হচ্ছে।
advertisement
advertisement
শুধুমাত্র বকখালি নয়, দক্ষিণ ২৪ পরগণা বন দফতরের বিভিন্ন রেঞ্জে এই প্রচার চালানো হচ্ছে। আগামী ৫ ই জুন, বিশ্ব পরিবেশ দিবস পর্যন্ত এই প্রচার চালনো হবে। এই প্রচারে সমাজের সমস্ত শ্রেণীর মানুষজনের অংশগ্রহণ করানোর প্রচেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার বকখালির সি বিচ সংলগ্ন এলাকায় এই প্রচার চালানো হয়। এরফলে বকখালিতে আগত পর্যটকদের সচেতন করা গিয়েছে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ‍্যে প্লাস্টিক জাতীয় দ্রব‍্যের ব‍্যবহার কমবে বলে মনে করছেন বনদফতরের কর্মকর্তারা‌।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিশ্ব উষ্ণায়নের প্রভাব এড়াতে বকখালিতে প্রচার বন দফতরের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement