Durga Puja 2022|| ডায়মন্ডহারবারে দুর্গাপ্রতিমা গড়ছেন জীবন্ত দুর্গারা

Last Updated:

Durga Puja 2022: ডায়মন্ডহারবারের কলাগাছিয়ার পটুয়াপাড়ায় ২৫ বছর ধরে প্রতিমা গড়ছেন প্রতিমা শিল্পী হেনা চিত্রকর। তাঁর সেই কাজে সহযোগিতা করছেন তাঁর ২ মেয়ে, শবরী চিত্রকর ও টগরী চিত্রকর।

+
title=

#ডায়মন্ড হারবার: পুজো আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন, পটুয়াপাড়ায় চরম ব‍্যস্ততা‌‌। দিনরাত এক করে চলছে প্রতিমা তৈরির কাজ। ডায়মন্ডহারবারের কলাগাছিয়ার পটুয়াপাড়াতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পটুয়াপাড়াতে জীবনের দীর্ঘ ২৫টি বছর ধরে প্রতিমা গড়ছেন প্রতিমা শিল্পী হেনা চিত্রকর। তাঁর সেই কাজে সহযোগিতা করছেন তাঁর দুই মেয়ে।
সংসারের সব কাজ সেরে, দিনরাত এক করে এই প্রতিমা তৈরি করছেন হেনা। সারা বছর অভাব অনটনের মধ‍্যে দিনযাপন করেও হাসিমুখে চলে প্রতিমা তৈরির কাজ। সংসারের দশদিক নিখুঁত ভাবে পালন করার পরও এই প্রতিমা তৈরির কাজ করে, তাঁরাই জীবন্ত দুর্গা। হেনার কাজের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
আরও পড়ুনঃ মৃন্ময়ী মহামায়ার আগমন, মাটিতেই সেজে উঠছে মার্কনী দক্ষিণপল্লি
দুর্গা প্রতিমা ছাড়াও তাঁরা তৈরি করেন বিশ্বকর্মা ও কালী মূর্তি। সারাবছরই নানা প্রতিমা তৈরির বায়না আসে। তবে সব তৈরি সম্ভব হয় না অর্থ এবং লোকবলের অভাবে। এ বছর ৭০টি বিশ্বকর্মা ঠাকুর তৈরি করেছিলেন। ৭ টি দুর্গাপ্রতিমা তৈরির বরাত এসেছিল, কিন্তু অর্থ ও লোকবলের অভাবে ৩ টি প্রতিমাই গড়ছেন। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও সেই অনুযায়ী প্রতিমার দাম পাচ্ছেন না। তাই আক্ষেপ রয়েছে। দীর্ঘ ২৫ বছর প্রতিমা তৈরির কাজের পর বয়সের ভারে এখন বেশি কাজ করতেই পারেন না প্রতিমা শিল্পী হেনা চিত্রকর। তবে সেজন‍্য কাজে কোনও প্রভাব পড়ে না। তাঁর সেই কাজ করেন দুই মেয়ে শবরী ও টগরী চিত্রকর।
advertisement
advertisement
প্রতিমা শিল্পী হেনা চিত্রকর বলেন, ২৫ বছর ধরে ঠাকুর তৈরি করছেন তিনি। ঠাকুরদা ও জেঠার কাছে হাতে খড়ি এই প্রতিমা তৈরির কাজের। আগে ছাঁচে ঠাকুর তৈরি করতেন। এরপর কাজ সম্পূর্ণ শিখে যাওয়ায় নিজেরাই সেই ঠাকুর তৈরি করেন। ২৫ টি বছর প্রতিমা তৈরির কাজে কাটিয়ে দিয়েছেন তিনি। জীবনের বাকি দিনগুলিও এভাবেই কাটাতে চান বলে জানিয়েছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Puja 2022|| ডায়মন্ডহারবারে দুর্গাপ্রতিমা গড়ছেন জীবন্ত দুর্গারা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement