South 24 Parganas News : কাকদ্বীপ হাসপাতালে বিনাচিকিৎসায় রোগী মৃত্যুর অভি‌যোগ, বিক্ষোভ পরিজনদের

Last Updated:

সোমবার রোগীমৃত‍্যুকে ঘিরে চাঞ্চল‍্য ছড়াল কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে।

মৃত মনীষা তাঁতি
মৃত মনীষা তাঁতি
#কাকদ্বীপ: সোমবার রোগী মৃত‍্যুকে ঘিরে চাঞ্চল‍্য ছড়াল কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগ ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর বিনা চিকিৎসায় মারা গিয়েছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম মনীষা তাঁতি (২৪)। এই ঘটনার পর কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন ওই গৃহবধূর পরিবারের লোকজন। ওই গৃহবধূর জ্বর ও শ্বাসকষ্টের মত সমস‍্যা ছিল বলে খবর। গত শনিবার থেকেই এই সমস্যা দেখা দিয়েছিল ওই গৃহবধূর। স্থানীয় একটি চিকিৎসককে প্রথমে দেখালেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় হয় সোমবার ভোর‍রাতে।
advertisement
এরপর প্রায় ৪ ঘন্টা সেখানে ভর্তি ছিলেন ওই গৃহবধূ। এরপর ওই গৃহবধূ মারা যান। এই ঘটনার পর ওই গৃহবধূর পরিবারের লোকজন ওই গৃহবধূকে চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ তোলেন। এমনকি হাসপাতালে কোনও ডাক্তারের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ তুলেছেন তাঁরা। এ নিয়ে ওই গৃহবধূর স্বামী মিন্টু তাঁতি জানান হাসপাতালে এই চরম অব‍্যবস্থার জন‍্য তাঁর স্ত্রীকে হারাতে হয়েছে। বেশ কিছুদিন আগে মনীষা বাপের বাড়িতে এসেছিলেন। এরপর এই সমস‍্যা দেখা দেয়।
advertisement
কিন্তু বিনা চিকিৎসায় এভাবে মারা যাবে এটা তিনি ভাবতে পারছেন না। তিনি ঘটনায় জড়িত সকলের শাস্তির দাবি তুলেছেন। যদিও এই ঘটনায় শাস্তির দাবি ছেড়ে এই ঘটনা ভবিষ্যতে আর যাতে কারও সঙ্গে না ঘটে সেদিকটি নিশ্চিত করার দাবি তুলেছেন ওই গৃহবধূর বাবা বিনন্দ হালদার। তিনি নিজে হসপিটাল সুপারের কাছে এই ঘটনার তদন্তের দাবিতে অভিযোগ জানিয়েছেন। এই অভিযোগ পাওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : কাকদ্বীপ হাসপাতালে বিনাচিকিৎসায় রোগী মৃত্যুর অভি‌যোগ, বিক্ষোভ পরিজনদের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement