South 24 Parganas News: সাগরে মকড্রিল চলাকালীন ডুবে গেলেন নকল পুণ্যার্থী, উদ্ধারে ঝাঁপাল 'আপদ মিত্র' কর্মীরা

Last Updated:

হঠাৎ বেজে উঠল সাইরেন। পুণ্যার্থী ডুবে যাওয়ার ঘটনায় বেজে ওঠে সাইরেন। সমুদ্রতট জুড়ে সাইরেনের আওয়াজ শুনে তৎক্ষণাৎ সমুদ্রে ঝাঁপ দেন বিপর্যয় মোকাবিলা দফতরের দুই প্রশিক্ষক কর্মী।

+
চলছে

চলছে প্রশিক্ষণ

#গঙ্গাসাগর: এবছর সাগরমেলায় পুণ‍্যার্থীদের বিপদে পাশে দাঁড়াবে 'আপদ মিত্র' কর্মীরা। সেই লক্ষ‍্যেই গঙ্গাসাগরে তাঁদের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। বিশেষ করে পূণ‍্যার্থীদের ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করবেন তাঁরা। সেই জন‍্য এই 'আপদ মিত্র' কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার কাজ।
এই প্রশিক্ষণের কাজ চলার সময় গঙ্গাসাগরের তট তখন ভিড়ে ঠাসা। পুণ্যার্থীরা সাগরস্নানে ব্যস্ত। সমুদ্রের উত্তাল ঢেউ একের পর এক আছড়ে পড়ছে। নিরাপদে স্নান করার জন্য ঘোষণা ও সতর্ক করা হচ্ছিল বারবার।
advertisement
advertisement
হঠাৎ বেজে উঠল সাইরেন। পুণ্যার্থী ডুবে যাওয়ার ঘটনায় বেজে ওঠে সাইরেন। সমুদ্রতট জুড়ে সাইরেনের আওয়াজ শুনে তৎক্ষণাৎ সমুদ্রে ঝাঁপ দেন বিপর্যয় মোকাবিলা দফতরের দুই প্রশিক্ষক কর্মী। সমুদ্রের ঢেউ থেকে ডুবে যাওয়া সেই ব্যক্তিকে উদ্ধার করে আনা হয় তটে। এরপর তাঁর পেট থেকে জল বের করা হয়। সাগরে এই দৃশ্য দেখে হতবাক পুণ‍্যার্থীরা।
advertisement
সাগরতটের এই মকড্রিল দেখে উৎসাহিত পুণ‍্যার্থীরাও। সাগরতট ছাড়াও কাকদ্বীপের লট নম্বর আট, কচুবেড়িয়া, নামখানা ও চেমাগুড়ি পয়েন্টে মোতায়েন থাকবে এই কর্মীরা। এনডিআরএফের পক্ষ থেকে জেলার বাছাই করা সিভিল ডিফেন্সের কর্মীদের সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানে। এই টিমে মহিলারাও আছেন।
advertisement
এবারের মেলায় এই টিমের উপর বিশেষ দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন। যে কোনও রকম দুর্ঘটনা এড়াতে এই টিমের সদস্যরা কাজ করবে। এই মকড্রিলের সময় উপস্থিত ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল। তিনি বলেন, ''এবারের মেলায় 'আপদ মিত্র' টিমের সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হবে। যে কোনও রকম দুর্ঘটনা এড়াতে এরা প্রশিক্ষিত। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আছেন। জেলাশাসকের নির্দেশে তাঁদের কাজে লাগানো হবে।''
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সাগরে মকড্রিল চলাকালীন ডুবে গেলেন নকল পুণ্যার্থী, উদ্ধারে ঝাঁপাল 'আপদ মিত্র' কর্মীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement