South 24 Parganas News: নালুয়াতে বন্ধ জল নিকাশি ব্যবস্থা, ভাসছে গোটা গ্রাম
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
নালুয়াতে একটি স্থানে কিছু জায়গা ঘিরে সেখানে মাটি ফেলা হয়েছে। ফলে বন্ধ হয়েছে জল নিকাশি ব্যবস্থা। জল বন্দি গোটা গ্রামের মানুষজন।
মথুরাপুর: নালুয়াতে বন্ধ জল নিকাশি ব্যবস্থা। যার ফলে জল জমতে শুরু করেছে গ্রামে। ফলে কার্যত জল বন্দি গোটা গ্রামের মানুষজন। এই সমস্যার সমাধান চাইছেন স্থানীয়রা। সূত্রের খবর এই গ্রামের একটি স্থানে কিছু জায়গা ঘিরে সেখানে মাটি ফেলা হয়েছে। ফলে বন্ধ হয়েছে জল নিকাশি ব্যবস্থা। এই ঘেরা জায়গার পাশ দিয়ে চওড়া জল নিকাশি ব্যবস্থা ছিল। সেই নিকাশি ব্যবস্থা বন্ধ বর্তমানে। এ নিয়ে অসিত চক্রবর্তী নামের এক ব্যক্তি জানিয়েছেন, জল বের হতে না পেরে গ্রামে জল জমেছে। গ্রামের প্রায় সমস্ত জায়গায় জল জমেছে। পঞ্চায়েত অফিসের সামনেও জল জমেছে।
আরও পড়ুন: স্পার বাঁধ ঠেকাতে পারবে গঙ্গাসাগরের ভাঙন? কী বললেন মন্ত্রী
এই সমস্যা সমাধানের জন্য গ্রামবাসীরা একাধিকবার দাবি জানালেও কোনো কাজ হয়নি। সমস্যা সমাধানের জন্য গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে ইতিমধ্যে, কিন্তু কোনো সুরাহা মেলেনি। এ নিয়ে নির্মল অধিকারী নামের এক ব্যক্তি জানিয়েছেন, জলের উপর দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। তার দাবি জায়গা ঘিরে কিছু করতে চাইলে করা হোক, কিন্তু জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে। নাহলে ভবিষ্যতে আরও সমস্যা হবে জানিয়েছেন তিনি। দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন সকলে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2024 4:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নালুয়াতে বন্ধ জল নিকাশি ব্যবস্থা, ভাসছে গোটা গ্রাম