South 24 Parganas News: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রীর! অটো ধরতেই নেমে এল বিপদ, এলাকায় শোক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
South 24 Parganas News: শুক্রবার সকালে মগরাহাট থেকে বারাসত আসার জন্য অটো ধরেন ওই ছাত্রী। জ্যোতি ইট ভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। এলাকার বাসিন্দারা আহত ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে বারুইপুর হাসপাতালে।
বারাসত: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ পুড়ুয়ার! মগরাহাট থেকে বারাসত আসার পথে জ্যোতি ইট ভাটার কাছে অটো উল্টে মৃত্যু বারুইপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী রিয়া মণ্ডলের। আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।মাথায় আঘাত লেগে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে মৃত্যু কলেজ ছাত্রীর। চাকদহ এলাকার বাসিন্দা রিয়া।
শুক্রবার সকালে মগরাহাট থেকে বারাসত আসার জন্য অটো ধরেন ওই ছাত্রী। জ্যোতি ইট ভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। এলাকার বাসিন্দারা আহত ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে বারুইপুর হাসপাতালে।
advertisement
advertisement
অটো চালক নিত্যানন্দ মণ্ডল বলেন, ''গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে অটোর সামনে চলে আসেন এক ব্যক্তি। তাঁকে বাঁচাতে গিয়েই অটো উল্টে যায়।'' অটোতে পাঁচ জন যাত্রি ছিল। যাত্রিদের মধ্যে ওই ছাত্রী গুরুতর আহত হয়, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
advertisement
অর্পণ মণ্ডল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 6:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রীর! অটো ধরতেই নেমে এল বিপদ, এলাকায় শোক