হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রীর! অটো ধরতেই নেমে এল বিপদ, এলাকায় শোক

South 24 Parganas News: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রীর! অটো ধরতেই নেমে এল বিপদ, এলাকায় শোক

মেয়ের মৃত্যুর খবর শুনে বারুইপুর হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়লেন বাবা

মেয়ের মৃত্যুর খবর শুনে বারুইপুর হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়লেন বাবা

South 24 Parganas News: শুক্রবার সকালে মগরাহাট থেকে বারাসত আসার জন্য অটো ধরেন ওই ছাত্রী। জ্যোতি ইট ভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। এলাকার বাসিন্দারা আহত ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে বারুইপুর হাসপাতালে।

  • Share this:

বারাসত: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ পুড়ুয়ার! মগরাহাট থেকে বারাসত আসার পথে জ্যোতি ইট ভাটার কাছে অটো উল্টে মৃত্যু বারুইপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী রিয়া মণ্ডলের। আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।মাথায় আঘাত লেগে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে মৃত্যু কলেজ ছাত্রীর। চাকদহ এলাকার বাসিন্দা রিয়া।

শুক্রবার সকালে মগরাহাট থেকে বারাসত আসার জন্য অটো ধরেন ওই ছাত্রী। জ্যোতি ইট ভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। এলাকার বাসিন্দারা আহত ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে বারুইপুর হাসপাতালে।

আরও পড়ুন: কলকাতায় ঠান্ডার জবর কামড়! এরইমধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের চোখ রাঙানি

আরও পড়ুন : রাতারাতি তারকা তিতাস! বিশ্বকাপ জয়ী দিদিই এখন আইকন খুদে ক্রিকেট শিক্ষার্থীদের

অটো চালক নিত্যানন্দ মণ্ডল বলেন, ''গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে অটোর সামনে চলে আসেন এক ব্যক্তি। তাঁকে বাঁচাতে গিয়েই অটো উল্টে যায়।'' অটোতে পাঁচ জন যাত্রি ছিল। যাত্রিদের মধ্যে ওই ছাত্রী গুরুতর আহত হয়, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

অর্পণ মণ্ডল

Published by:Teesta Barman
First published:

Tags: Barasat, College Student, Road Accident