Cucumber seed business: শসার বীজ নয় তো যেন 'টাকার খনি'! মালামাল হওয়ার হাতছানি

Last Updated:

আমাদের দেশে শসার রয়েছে ব্যাপক চাহিদা । এছাড়াও বাজারে শসার দামও ভাল। শসা মূলত স্যালাড হিসেবেই বেশি ব্যবহার করা হয়ে থাকে ।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: ক্ষেতে সব শসা বিক্রি না করে কিছু শসাকে পাকিয়ে বীজ তৈরি করে ব্যপক লাভ করছে চাষি! দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার বহুরুক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের অধীনে এক কৃষক শসা গাছের সব ফল বিক্রি না করে কিছু রেখে দিচ্ছেন পাকবার জন্য৷ পরে সেই শসার বীজ বাজারে বিক্রি অধিক লাভবান হচ্ছে এই কৃষক।
advertisement
আমাদের দেশে শসার রয়েছে ব্যাপক চাহিদা । এছাড়াও বাজারে শসার দামও ভাল। শসা মূলত স্যালাড হিসেবেই বেশি ব্যবহার করা হয়ে থাকে । শসার চাষ একটি লাভজনক কৃষি। শসার রয়েছে অনেক গুণ। আসুন জেনে কিভাবে শসা চাষ করে বাজারে বিক্রি না করে হাজার হাজার টাকা ইনকাম করার পদ্ধতি।
advertisement
দেখে নিন জলসায় ঢুকতেই মমতাকে জড়িয়ে ধরলেন জয়া বচ্চন, বাকিটা রইল ভিডিওতে
মূলত শসা চাষ করে সেই শশা অধিক সময় দিয়ে তাকে বড় করে তোলা হয় এবং সেই শসার এক একটি ওজন ৫০০ থেকে ১ কেজি সমান হলে সেই শশাটি গাছ থেকে কেটে নেওয়া হয়। তার ভিতর থেকে দানা বার করে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই দানাকে পরিশুদ্ধ করে শসা থেকে দানাগুলো আলাদা করতে হবে। তারপর রোদে শুকিয়ে সেই শসার দানা গুলি বাজারে আট থেকে নয় হাজার টাকা কেজি ওজনে পাইকারি হিসেবে বিক্রি করা হবে।
advertisement
আর এভাবেই জয়নগরের কয়েকজন কৃষক শুধুমাত্র শসা চাষ করে নয়, শসার বীজ বিক্রি করেই মলামল হচ্ছেন৷ সব ফসল না বিক্রি করেই অধিক টাকা উপার্জন করছে এই পদ্ধতিতে।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Cucumber seed business: শসার বীজ নয় তো যেন 'টাকার খনি'! মালামাল হওয়ার হাতছানি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement