South 24 Parganas News: বাইকের ধাক্কায় গাছে ঝুলছে অটো! রাস্তায় পড়ে রক্তাক্ত যুবক...ভয়ঙ্কর দুর্ঘটনা ক্যানিংয়ে!
- Reported by:Suman Saha
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Canning Accident: ভয়ঙ্কর এক পথ দুর্ঘটনা। গাছে ঝুলেছে অটো। অপর দিকে রাস্তায় পড়ে রক্তাক্ত যুবক। এমন হাড়হীম করা দুর্ঘটনা ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং-হেড়োভাঙ্গা রোডের শরৎপল্লি এলাকায়। ।
দক্ষিণ ২৪ পরগনার ,ক্যানিং, সুমন সাহা: ভয়ঙ্কর এক পথ দুর্ঘটনা। গাছে ঝুলছে অটো। অন্য দিকে রাস্তায় পড়ে রক্তাক্ত যুবক। এমন হাড় হিম করা দুর্ঘটনা ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং-হেড়োভাঙ্গা রোডের শরৎপল্লী এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে বাইকচালক আজহার আকুঞ্জি (৩২) নামে এক যুবক। পাশাপাশি ঘটনায় গুরুতর জখম হয়েছে পাপাই মন্ডল নামে এক যুবক। ক্যানিং থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। অটো, বাইক ও একটি পণ্যবাহী ট্রাক আটক করেছে। ট্রাকের চালক পলাতক। স্থানীয় ও পুলিশ সুত্রের খবর, একটি পণ্যবাহী ট্রাক শরৎপল্লী এলাকায় দাঁড়িয়েছিল।
সেই সময় একটি বাইকে করে ক্যানিং থেকে রায়বাঘিনী এলাকায় যাচ্ছিলেন আজহার আকুঞ্জি নামে এক বাইকচালক। বাইকের পিছনে বসেছিলেন পাপাই। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে বাইক। এমনকি সেই মুহূর্তে একটি অটো হেড়োভাঙার দিকে যাচ্ছিল। ট্রাকের পর অটোতেও সজোরে ধাক্কায় মারে বাইক। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল, বাইকের ধাক্কায় রাস্তার পাশে একটি গাছে উঠে যায় অটো। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাৎরাতে থাকে বাইক চালক। স্থানীয়রা জখম যুবককে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বাইক চালককে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।
advertisement
advertisement
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয় ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতি সহ বিশাল পুলিশ বাহিনী। হাজির হয় ক্যানিং ট্রাফিক পুলিশও। দুর্ঘটনাগ্রস্থ অটোটি গাছ থেকে নামায়। বাইক,অটো ও ট্রাকটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য দিকে জানা গিয়েছে মৃত যুবকের বাড়ি ক্যানিংয়ের মাতলা ২ পঞ্চায়েতে
অন্যদিকে এমন হাড়হীম করা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 16, 2026 12:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাইকের ধাক্কায় গাছে ঝুলছে অটো! রাস্তায় পড়ে রক্তাক্ত যুবক...ভয়ঙ্কর দুর্ঘটনা ক্যানিংয়ে!











