South 24 Paragana News: টাকা আত্মসাত করতে বোনকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ নিজের দাদার বিরুদ্ধে 

Last Updated:

দশ লক্ষ টাকা আত্মসাত করার জন্য রাতের অন্ধকারে বোনকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা। এই ঘটনার জেরে গতকাল রাত থেকে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার কোম্পানিরছাড় গ্রামে

আতঙ্কে দিন কাটাচ্ছেন বোন নীলিমা প্রামাণিক
আতঙ্কে দিন কাটাচ্ছেন বোন নীলিমা প্রামাণিক
সাগর- দশ লক্ষ টাকা আত্মসাত করার জন্য রাতের অন্ধকারে বোনকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা। এই ঘটনার জেরে গতকাল রাত থেকে  চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার কোম্পানির ছাড় গ্রামে। রাতে অভিযুক্তর দুই ভাই বোনের বাড়িতে আসলে গ্রামবাসীরা আটকে রেখে দেয়। দুই ভাইকে আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার মহিলারা।
অভিযুক্তকে হাজির না করা পর্যন্ত দুই ভাইকে ছাড়া হবে না বলে জানান গ্রামবাসীরা। এই ঘটনার জখম বোন নীলিমা প্রামাণিক সাগর ব্লক হাসপাতালে চিকিৎসা করান। দাদা জগন্নাথ ডাকুয়ার বিরুদ্ধে সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বোন।
পুলিশ খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানিরছাড়ের বাসিন্দা গৌতম প্রামাণিক ও তাঁর স্ত্রী নীলিমা দীর্ঘদিন কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সেখানে কাজ করার সুবাদে উপার্জিত টাকা নীলিমার দাদা জগন্নাথ ডাকুয়ার অ্যাকাউন্টে জমা রাখতেন। বর্তমানে সঞ্চিত অর্থ দশ লক্ষে পৌঁছয়।
advertisement
advertisement
আরও পড়ুন: Weather West Bengal: শীত-গরমের ভয়ঙ্কর খেলা! পরপর তিনদিন বৃষ্টিপাত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় আপডেট!
বছর খানেক আগে নীলিমা বাড়ি ফেরে আসেন। এরপর থেকে দাদার কাছে টাকা চাইতে থাকেন বোন। কিন্তু নানা বাহানায় এড়িয়ে যায় দাদা। এরপর ভগ্নিপতি গৌতমও টাকার জন্য চাপ দিতে থাকেন শ্যালককে। চলতি সপ্তাহে গৌতমের বাড়ি ফেরার কথা। এই বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার রাতে বোনের বাড়িতে আসেন জগন্নাথ।
advertisement
আরও পড়ুন: Purulia News:মাধ্যমিকে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন, রইল সাল ও তারিখ মনে রাখার ফর্মুলা
অভিযোগ রাতে বোনকে গলায় গামছার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। ঘরের মধ্যে থাকা নীলিমার সন্তানেরচিৎকারে পরিবারের লোকজন বেরিয়ে আসেন। তখনই চম্পট দেয় অভিযুক্ত দাদা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। অভিযুক্তর খোঁজ চালাচ্ছে সাগর থানার পুলিশ।
advertisement
বিশ্বজিৎ হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paragana News: টাকা আত্মসাত করতে বোনকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ নিজের দাদার বিরুদ্ধে 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement