South 24 Parganas News: SDPO অফিসের ঢিল ছোড়া দূরত্বে তীব্র বিস্ফোরণ, কেঁপে উঠল বারুইপুর

Last Updated:

বোমায় কেঁপে উঠল এলাকা, আতঙ্কিত বাসিন্দারা। ঘিঞ্জি এলাকার মধ্যে বিকট শব্দে কেঁপে উঠল এবার বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া।

দক্ষিণ ২৪ পরগনা: বিস্ফোরণে কেঁপে উঠল বারুইপুর। মঙ্গলবার রাতে খোদ এসডিপিওর অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে বিকট শব্দে ফাটে বোমা। হতচকিত স্থানীয় বাসিন্দারা দরজা খুলে বাইরে বেরিয়ে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। গোটা এলাকা ভরে যায় বারুদের তীব্র গন্ধে। বুধবার সকালে এলাকায় গিয়ে বোমা ফাটার চিহ্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গিয়েছে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ায় এই বিস্ফোরণ হয়। জায়গাটি রীতিমত ঘিঞ্জি এলাকা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে সকলে যখন ঘুমোতে যাচ্ছেন ঠিক সেই সময়ই বিকট শব্দে ফাটে বোমা। বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে সিরাজ শেখের বাড়ি। ভেঙে যায় বাড়ির পাঁচিল। পাশের সেলিম সর্দারের বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘরের মধ্যে। এলাকার মানুষ আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। এদিন সকালে ওই এলাকায় গিয়ে বোমার সুতলি পড়ে থাকতে দেখা যায়।
advertisement
advertisement
বারুইপুরের এসডিপিও অফিসের ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটায় এলাকার মানুষ আর‌ও বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন। আতঙ্কে রাতে তাঁরা দু'চোখের পাতা এক করতে পারেননি। কে বা কারা কী কারনে ঘটনাটি ঘটিয়েছে তা বুঝতে পারছেন না এলাকার মানুষ। এই অবস্থায় তাঁরা ঘটনাটির সঙ্গে জড়িতদের কড়া শাস্তি চেয়েছেন। সেই সঙ্গে পুলিশের কাছে এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়েছেন।
advertisement
অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: SDPO অফিসের ঢিল ছোড়া দূরত্বে তীব্র বিস্ফোরণ, কেঁপে উঠল বারুইপুর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement