Home Returning: বাজার করতে বেরিয়ে ১২ বছর পর কাকদ্বীপ থেকে বিহারে বাড়ি ফিরলেন যুবক
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Home Returning: ১২ বছর পর অবশেষে বিহারে নিজের বাড়িতে ফিরল সঞ্জয় পাসোয়ান(৫৫)।
নবাব মল্লিক, কাকদ্বীপ: বাড়ি থেকে বাজারের উদ্দেশে হয়েছিলেন এক যুগ আগে। তারপর কেটে গিয়েছে ১২ টি বছর। ১২ বছর পর অবশেষে বিহারে নিজের বাড়িতে ফিরলেন সঞ্জয় পাসওয়ান(৫৫)। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কাকদ্বীপের অক্ষয়নগর এলাকায় ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। বিষয়টি লক্ষ করেন স্থানীয় ব্যবসায়ী শ্রীনিবাস দাস, তিনি বেশ কয়েক বার কথা বলারও চেষ্টা করেন তাঁর সঙ্গে।
নাম ঠিকানা জিজ্ঞেস করলেই অসংলগ্নভাবে কিছু বলতে থাকেন, কিছু বুঝতে না পেরে যোগাযোগ করেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের সঙ্গে। এরপর হ্যাম রেডিওর নিজস্ব নেটওয়ার্কের দ্বারাই খোঁজ মিলেছে ওই ব্যাক্তির বড়ভাইয়ের ছেলে আনন্দ পাসওয়ানের।
advertisement
জানা যায় বিহারের ঔরঙ্গাবাদ জেলার বারুন থানার সিন্ধুরিয়া গ্রামের রামপুর এলাকায় বাড়ি সঞ্জয়ের। প্রায় ১২ বছর আগে সঞ্জয় পাসোয়ান (৫৫) বাজারে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন{ এর পর আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজ করেও কোনও লাভ হয়নি। পরিবারের লোকজন আশা ছেড়েই দিয়েছিলেন। অবশেষে হ্যাম রেডিওর প্রতিনিধি দিবস মণ্ডলের মাধ্যমে খবর পেয়ে কাকদ্বীপে কাকাকে নিতে আসেন তাঁরা। এই ঘটনায় খুবই আনন্দিত তাঁরা সকলেই।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 01, 2023 8:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Home Returning: বাজার করতে বেরিয়ে ১২ বছর পর কাকদ্বীপ থেকে বিহারে বাড়ি ফিরলেন যুবক










