South 24 Parganas News : সাগরে ভারত জোড়ো যাত্রার বঙ্গীয় সংস্করণ, সূচনা করলেন অধীর চৌধুরী

Last Updated:

এই পদযাত্রা রাজ্যের ১০টি জেলাকে অতিক্রম করবে।

ভারত জোড়ে যাত্রা
ভারত জোড়ে যাত্রা
#সাগর: দেশজুড়ে রাহুল গান্ধির নেতৃত্বে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত চলছে ৩৫৭০ কিমি দীর্ঘ ভারত জোড়ো যাত্রা। তারই সমর্থনে বাংলায় গঙ্গাসাগর থেকে পাহাড়ের কার্শিয়াং পর্যন্ত যাত্রার সূচনা করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। ২৩ জানুয়ারি পর্যন্ত এই পদযাত্রা রাজ্যের ১০টি জেলাকে অতিক্রম করবে।
বুধবার সেই যাত্রার আনুষ্ঠানিক সূচনা হল সাগরের কপিল মুনি মন্দিরের প্রাঙ্গণ থেকে। এদিন সাগরের সমুদ্র সৈকত থেকে জল সংগ্রহ করেন কংগ্রেস কর্মীরা। এরপর তারা কপিল মুনি মন্দিরে পুজো দেন। এরপরই আনুষ্ঠানিকভাবে এই যাত্রার সূচনা হয়। সাগরের পাড়ে কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে জোড়ো জোড়ো ভারত জোড়ো স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরা। গঙ্গাসাগর থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সূচনার সময় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সেখানে ছিলেন জয়রাম রমেশ। তাঁর সঙ্গে ছিলেন তামিলনাড়ু লোকসভার এমপি চেকলাকমা এবং আব্দুল মান্নান।
advertisement
এ নিয়ে অধীর চৌধুরী জানান, দেশজুড়ে চলছে ভারত জোড়ো যাত্রা। তারই বঙ্গীয় সংস্করণ হল এই সাগর থেকে কার্শিয়াং যাত্রা। ঘৃণা পরিত‍্যাগ করে ভারতকে ঐকবদ্ধ ভারত হিসাবে গড়ে তুলতে এই ভারত জোড়ো যাত্রা কাজ করবে বলে জানিয়েছেন তিনি। অধীর চৌধুরী জানান, এই যাত্রা ভারতের কর্মহীন যুবকদের কাজের দাবিতে, কৃষকদের বঞ্চনার প্রতিবাদে, সাধারণ মানুষজনের সুনিশ্চিত ভবিষ্যৎ ও শান্তির দাবিতে এই আন্দোলন করা হচ্ছে। এই আন্দোলন ভবিষ্যতে সাফল‍্য পাবে এবং ভারতে এক সুন্দর দিন নিয়ে আসবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : সাগরে ভারত জোড়ো যাত্রার বঙ্গীয় সংস্করণ, সূচনা করলেন অধীর চৌধুরী
Next Article
advertisement
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'
মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ? লিখেছিলেন,'এখনও বিশ্বাস হচ্ছে না’
  • মৃত্যুর আগে লাস ভেগাস থেকে কী পোস্ট করেছিলেন অনুনয় সুদ?

  • লিখেছিলেন, 'এখনও বিশ্বাস হচ্ছে না...'

  • অনুনয় সুদের শেষ পোস্ট দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement