Panchayat Election 2023: দফায় দফায় বৃষ্টি, শুরুর দিকে ভোটারদের লাইন তেমন চোখে পড়ছে না
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
কড়া নিরাপত্তা মধ্যে দিয়ে শুরু হলো পঞ্চায়েত নির্বাচনে। শনিবার সকাল থেকে মুখ ভার আকাশের। দফায় দফায় বৃষ্টির ফলে শুরুর দিকে তেমন লাইন নেই ভোটেরদের।
জয়নগর : কড়া নিরাপত্তা মধ্যে দিয়ে শুরু হলো পঞ্চায়েত নির্বাচনে।শনিবার সকাল থেকে আকাশের মুখ ভার দফায় দফায় বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে শুরু ভোটের দের লাইন তেমন চোখে পড়েনি। বুথের নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আবার কোথাও কোথাও রাজ্য পুলিশের দেখা মিলছে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে। এই নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় যেন উৎসবের মেজাজ নিয়েছে। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের আস্তে আস্তে আনাগোনা দেখা যাচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহনের কাজ।তবে রাজ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে রাজ্যে সুষ্ঠু ও অবাধ ভোট করানোর জন্য বদ্ধপরিকর। কিন্তু সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে। জয়নগর ১ নম্বর ব্লকের এক দুই ও তিন নম্বর বুথে ব্যালট বক্স নিয়ে বিরোধীদের অভিযোগ উঠছে।
advertisement
advertisement
বিরোধীরা অভিযোগ জানিয়েছে, যে ব্যালট বক্স পাঠানো হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। সিপিএম দলের পক্ষ থেকে ভোট বন্ধের দাবি তুলেছে তারা। তবে সকাল সাতটায় একে একে লাইন দিতে দেখা যাচ্ছে ভোটারদের। দু এক জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোল ছাড়াই সুষ্ঠু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 12:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: দফায় দফায় বৃষ্টি, শুরুর দিকে ভোটারদের লাইন তেমন চোখে পড়ছে না