South 24 Parganas News : ছিঃ! ঝাড়ফুকের নাম করে গৃহবধূর সঙ্গে যা করল ওঝা... শিউরে উঠবেন

Last Updated:

ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। 

ওঝার দোকান
ওঝার দোকান
ভাঙড়: ঝাড়ফুকের নাম করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক ওঝার বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে ভাঙড় থানার নলমুড়ি এলাকায়। এই মর্মে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ। তাঁর দাবি, বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। ঝাড়ফুঁকের জন্য নলমুড়িতে এক তদবীর খানায় গিয়েছিলেন। তখনই হাসানুজ্জামান নামে এক ওঝা পরিবারের সদস্যদেরকে বাইরে বার করে দিয়ে তাকে কু প্রস্তাব দেয়। পাশাপাশি ধর্ষণের চেষ্টাও করা হয়।
ঘটনার পর ওই গৃহবধূ পরিবারের সদস্যদের বিষয়টা জানিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা। ঘটনার পর থেকেই পলাতক হাসানুজ্জামান নামের ওই ওঝা।
advertisement
গত দু বছর আগে নলমুড়ি এলাকায় ঘর ভাড়া নিয়ে ঝাড়ফুঁকের কাজ চালাচ্ছিল সে। বেশিরভাগ মহিলারাই তার কাছে ঝাড়ফুঁক করতে আসতেন বলে জানায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই ফোন বন্ধ করে দিয়েছে হাসানুজ্জামান। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ভাঙড় থানার পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ছিঃ! ঝাড়ফুকের নাম করে গৃহবধূর সঙ্গে যা করল ওঝা... শিউরে উঠবেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement