South 24 Parganas News: মধ্যরাতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ! বাড়িতে না থাকায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
মধ্যরাতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বাড়িতে না থাকায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ।
দক্ষিণ ২৪ পরগনা: মধ্যরাতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বাড়িতে না থাকায় প্রাণে বাঁচলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রায়পুরে। এর আগেও তার বাড়ি তে আগুন লাগান হয় বলে অভিযোগ। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে আছে সোনারপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
রায়পুরের বাসিন্দা নিমাই সরদারের দাবি এলাকায় দুষ্কৃতী সমাজ বিরোধী এবং নেশাখোরদের আনাগোনা বেড়েছে। অন্ধকার নামলেই এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় নেশার আসর বসে। তিনি এদিন এই বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। মধ্যরাতে প্রতিবেশীদের কাছ থেকে আগুন লাগার খবর পান। খবর পেয়ে ঘটনাস্থলে আছে দমকল। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির মধ্যে থাকা চাষবাসের সরঞ্জাম, জামাকাপড়, খাবার ও কিছু নগদ টাকা।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
বছরখানেক আগেও আগুন লাগান হয়েছিল বলে অভিযোগ জানান নিমাই বাবু। ফের আগুন লাগানোর ঘটনায় আতঙ্কিত তিনি। কেনই বা বারে বারে তার বাড়িতে আগুন লাগান হচ্ছে তা বুঝে উঠতে পারছেন না। যদিও পুরো ঘটনা পুলিশকে জানান হয়েছে। পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত দর্শক ব্যক্তির শাস্তি দেবে এই আশাবাস দিয়েছে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 4:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মধ্যরাতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ! বাড়িতে না থাকায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ