স্নানের পর কম্প দিয়ে জ্বর আসে মায়াপুরের জগন্নাথদেবের !

Last Updated:

শুনতে অবাক লাগলেও মায়াপুরের জগন্নাথদেবকে নিয়ে এমনই বিশ্বাস মানুষের ৷ রথযাত্রার আগে মহাসমারোহে জগন্নাথদেবের স্নানযাত্রার অনুষ্ঠান শুরু হয়েছে আজ ৷ এই স্নানের পরেই নাকি জ্বর আসবে জগন্নাথের ৷

#মায়াপুর: শুনতে অবাক লাগলেও মায়াপুরের জগন্নাথদেবকে নিয়ে এমনই বিশ্বাস মানুষের ৷ রথযাত্রার আগে মহাসমারোহে জগন্নাথদেবের স্নানযাত্রার অনুষ্ঠান শুরু হয়েছে আজ ৷ এই স্নানের পরেই নাকি জ্বর আসবে জগন্নাথের ৷
বৃহস্পতিবার সকাল থেকেই স্নান যাত্রা উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছে মায়াপুরের ইসকনে ৷ ইসকনের জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে স্নান করাননোর লম্বা লাইন পড়েছে। কিন্তু এই স্নানের পর আর দেখা দেবেন না ভগবান ৷ স্নানের পর জ্বরে কাবু হয়ে গৃহবন্দী হয়ে থাকবেন জগন্নাথদেব। রথের আগে পর্যন্ত আর আসবেন না ভক্তদের সামনে ৷ আবার ১৪ জুলাই রথ যাত্রার দিন রাজবেসে সাজবেন জগন্নাথ ৷ রাজরথে চড়ে অবতীর্ণ হবেন ভক্তকূলের মধ্যে ৷ রথে চেপে নদিয়ার রাজাপুর ইসকনের জগন্নাথ মন্দির থেকে মায়াপুর চন্দ্রদয় মন্দিরে যাবেন তিনি। উল্টোরথ পর্যন্ত ইসকনের অস্থায়ী গুন্ডিচায় থাকবেন।
advertisement
স্নানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথদেবকে ৷ নিজস্ব চিত্র ৷ স্নানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথদেবকে ৷ নিজস্ব চিত্র ৷
advertisement
আজও চিরাচরিত রীতিনুযায়ী মহা সমরোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। সেই সঙ্গে আজ থেকেই রথযাত্রার শুভ সূচনা হয়ে গেল। রথযাত্রায় যোগ দিতে প্রতি বছরের মতো এ বছরেও দেশ বিদেশের হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছেন ইসকন মায়াপুরে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্নানের পর কম্প দিয়ে জ্বর আসে মায়াপুরের জগন্নাথদেবের !
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement