Siliguri News: গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল তার প্রতিবেশী মহিলাদের বিরুদ্ধে

Last Updated:

গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠলো তার প্রতিবেশী মহিলাদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চম্পাসারি তে অবস্থিত সমরনগর এলাকায় ।

+
গৃহবধূকে

গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠলো তার প্রতিবেশী মহিলাদের বিরুদ্ধে

#শিলিগুড়ি: গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠলো তার প্রতিবেশী মহিলাদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চম্পাসারি তে অবস্থিত সমরনগর এলাকায় । ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ এলাকায় পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় । তাদের মধ্যে ১জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছে । কি নিয়ে এই বিবাদ তার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগ থেকেই দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগে থেকেই । অভিযোগ ওই গৃহবধু তার প্রতিবেশী ওই পরিবারের এক ব্যক্তির সাথে অবৈধ সম্পর্ক রাখার চেষ্টা করছিল । অভিযোগ এর আগেও ওই মহিলাকে মারধোর করা হয়েছিল । সোমবার ফের রাস্তা দিয়ে যাওয়ার সময় একই ঘটনা ঘটে বলে জানালেন ওই মহিলা।
advertisement
advertisement
এদিন যখন নির্যাতিত ওই গৃহবধূ তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিল সেই সময় অভিযুক্ত ওই পরিবারের সদস্যরা তাকে থুতু ছেটায় বলে অভিযোগ । এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি এবং পরে অভিযুক্তের পরিবারের মহিলারা ওই গৃহবধূকে বিবস্ত্র করে মারধর ক রে বলে অভিযোগ ওঠে । ঘটনায় প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।
advertisement
অপরদিকে যেই পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ ওই পরিবারের এক সদস্যা বলেন, ওই মহিলা আমার স্বামীর সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে । আজ উনি এসেই আমাদের পরিবারের সদস্যকে মারধর করলে তখনই হাতাহাতি শুরু হয়ে যায় । অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে স্থানীয় পঞ্চায়েত সদস্য জগদীশ রায় পুরো ঘটনাটিকে নিন্দনীয় আখ্যা দেন ।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল তার প্রতিবেশী মহিলাদের বিরুদ্ধে
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement