Viral Video: রামনবমীর গানের অ্যালবাম জমজমাট, চুটিয়ে অভিনয় করলেন দুই বিধায়ক, ভিডিও ভাইরাল
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গানের অ্যালবামে অভিনয় করতে দেখা গেল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে
শিলিগুড়ি : শিলিগুড়ির মেয়রের সঙ্গীতচর্চার কথা সকলের জানা । তবে সংস্কৃতি চর্চায় পিছিয়ে নেই বিধায়কও তা বুঝিয়ে দিলেন হারে হারে। গায়ক -মেয়রকে জবর টক্কর দিতে আসরে ঢুকে পড়লেন শিলিগুড়ির বিধায়কও। গানের অ্যালবামে অভিনয় করতে দেখা গেল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে।আসন্ন রামনবমীর জন্য বিশেষ ভিডিও অ্যালবামে অভিনয় করলেন বিধায়করা।
প্রসঙ্গত, বিধায়ক হওয়ার আগে থেকেই শঙ্কর ঘোষ একটি নাট্যসংস্থার সঙ্গে যুক্ত। নিয়মিত নাটক করতেন তিনি । শুধু শিলিগুড়ি নয়, কলকাতার নাট্যমঞ্চেও শঙ্করের অভিনয় দেখেছেন অনেক নাট্যপ্রেমী। মেয়রের গান সোশ্যাল মাধ্যমে আসলেই ভিউ-এর সংখ্যা চোখ কপালে তোলার মত! এবার ভিডিও অ্যালবামে অল্প সময়ের জন্য হলেও শঙ্করের অভিনয় দেখে অনেকেই বলছেন, ' টক্করটা কিন্তু ভালই জমবে।' যে ভিডিওতে শঙ্করকে দেখা যাচ্ছে , তা বানানো হয়েছে রামনবমীকে কেন্দ্র করে।
advertisement
কয়েকজন যুবক মিলে রামনবমী উপলক্ষ্যে একটি ভিডিও অ্যালবাম তৈরি করেছেন। সম্প্রতি এই ভিডিও প্রকাশ করেন শঙ্কর ও শিখা। গানের ভিডিওটি অল্প কয়েকদিনেই শহরে বেশ প্রচার পেয়েছে। বিশেষ করে বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যম ও সোশ্যাল মাধ্যমে এই গানটি রীতিমত ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, আসন্ন রামনবমী উপলক্ষ্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে শোভাযাত্রা বের হবে, তার প্রায় সবক'টিতেই এই গান বাজানোর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের । ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় ওই গান বাজিয়ে শোভাযাত্রার প্রচার চালানো হচ্ছে।
advertisement
advertisement
ভিডিওর শুটিং হয়েছে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ভাষায় , ‘এতদিন বিভিন্ন ধরনের অ্যালবামে অন্যদের দেখতাম। এখন নিজে অ্যালবামে মুখ দেখানোর অভিজ্ঞতা হল। এটা একটা বাড়তি আনন্দ। ভবিষ্যতেও অভিনয়ের সুযোগ পেলে অবশ্যই করব।' আর শিখা বলছেন, ‘ছোটবেলায় তো এসব অনেক করেছি। তবে অনেকদিন আর এ'সবের মধ্যে নেই । এবার রামনবমী উপলক্ষে নির্মাতারা এসে অনুরোধ করলেন, তাই আর না করতে পারলাম না।'
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2023 6:06 PM IST