Viral News: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট ! অশ্লীলতার অভিযোগ! ভিনরাজ্য থেকে গ্রেফতার যুবক

Last Updated:

Viral News: তথ্য পাওয়া মাত্র মঙ্গলবার ওই অভিযুক্তকে গ্রেফতার করে!

কালিম্পং : সোশ্যাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এক মহিলাকে অশ্লীল মন্তব্য করার অভিযোগে এক যুবককে ভিনরাজ্যে অভিযান চালিয়ে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার আপার লোলে গ্রামে। জানা গিয়েছে, কালিম্পংয়ের আপার লোলের বাসিন্দা এক মহিলাকে ওখানকারই বাসিন্দা জেমস ডেন্ডি মোলমুর নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় কালিম্পংয়ে মহিলাদের ছবি দিয়ে অশ্লীল ম্যাসেজ ও পোস্ট করছিল। বিষয়টি দেখামাত্র স্থানীয় এক মহিলা আসল জেমস ডেন্ডি মোলমুর বাড়িতে যায় ও তাকে হেনস্থা করে বলে অভিযোগ।
পরে বিষয়টি জানা মাত্র ওই মহিলা কালিম্পং থানার সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই, সাইবার ক্রাইম বিভাগ ওই সোশাল মিডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং ওই ভুয়ো অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে। পরে জানা যায়, অসমের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা অমিত রায় ওই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে এসব করছে। তথ্য পাওয়ামাত্র মঙ্গলবার অরুনাচল প্রদেশে অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে৷
advertisement
আরও পড়ুন: 
advertisement
সাইবার ক্রাইম বিভাগের আইসি রাজকুমার মালাকার বলেন,  “তথ্য পাওয়া মাত্র একটি বিশেষ দল অরুনাচল প্রদেশে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। জেলার অনেক মহিলার ছবি ব্যবহার করে অন্যের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে অশ্লীলভাবে পোস্ট করত৷ ধৃতকে কালিম্পং জেলা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে কালিম্পং পুলিশের তরফে । তিনি আরও জানিয়েছেন, ধৃত যুবক জেমস ডেন্ডি মোলমুর সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরে ওই ঘটনা ঘটিয়েছে৷
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Viral News: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট ! অশ্লীলতার অভিযোগ! ভিনরাজ্য থেকে গ্রেফতার যুবক
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement