Siliguri News: ফুটবল সম্রাট পেলের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি শিলিগুড়ির ক্রীড়া প্রেমী মানুষদের
Last Updated:
প্রয়াত হলেন ফুটবল সম্রাট পেলে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর । তার প্রয়াণে শোকাহত ক্রীড়ামহল । শুক্রবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ ।
#শিলিগুড়ি : প্রয়াত হলেন ফুটবল সম্রাট পেলে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর । তার প্রয়াণে শোকাহত ক্রীড়ামহল । শুক্রবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ । শুক্রবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে পেলের ছবিতে মাল্যদান করে, মোমবাতি জ্বালিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সদস্যরা । পেলে, ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল নাম। ৮২ বছর বয়সে তিনি বিদায় জানিয়েছেন গোটা বিশ্বকে। তাঁর প্রয়াণে শোকাহত ফুটবল জগৎ।
পেলেকে শ্রদ্ধা জানিয়ে আবেগপ্রবণ বক্তব্য রেখেছেন মেসি থেকে নেইমার, রোনাল্ডো থেকে এমবাপ্পে । দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবলের সম্ভবত প্রথম সুপারস্টার পেলে । ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের সম্রাট। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী) ইনস্টাগ্রামে পেলের মেয়ে লেখেন, ‘আমরা যা কিছু হয়েছি, সেটা তোমার জন্য। তোমায় অপরিসীম ভালোবাসি। শান্তিতে ঘুমাও।’ এদিন পেলের স্মৃতিতে এক মিনিটের নীরবতা পালন করা হয় শিলিগুড়িতে ।
advertisement
পরে পেলের জীবনী ও ফুটবল জগতে তার অবদান নিয়ে আলোচনা করা হয় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে । এদিন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ফুটবল সম্পাদক সৌরভ ভট্টাচার্য বলেন, ফুটবলের সম্রাট পেলের মৃত্যুতে শোকাহত ক্রীড়া মহল । বিশেষত যারা ফুটবল প্রেমী তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক খবর এটি । এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ বর্মা, নান্টু পাল সহ অন্যান্যরা।
advertisement
advertisement
Anirban Roy
view commentsLocation :
First Published :
December 30, 2022 8:08 PM IST