Siliguri News: উত্তরবঙ্গ মেডিক্যালে চালু হল থ্যালাসেমিয়া ডে-কেয়ার ওয়ার্ড
Last Updated:
উত্তরবঙ্গ মেডিক্যালে ১০ শয্যার থ্যালাসিমিয়া ডে-কেয়ার ওয়ার্ড চালু হল। এখন থেকে থ্যালাসিমিয়ায় আক্রান্ত রোগীরা ওয়ার্ডে ভর্তি হয়েই রক্ত নিয়ে আবার বিকেলে বাড়ি ফিরতে পারবেন।
শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১০ শয্যার থ্যালাসিমিয়া ডে-কেয়ার ওয়ার্ড চালু হল। ফলে এখন থেকে থ্যালাসিমিয়ায় আক্রান্ত রোগীরা ওয়ার্ডে ভর্তি হয়েই রক্ত নিয়ে আবার বিকেলে বাড়ি ফিরতে পারবেন।
থ্যালাসিমিয়ায় আক্রান্ত রোগীকে এক-দুই মাস পরপর রক্ত দিতে হয়। কারও আবার এর চেয়েও কম সময়ের মধ্যেই রক্ত প্রয়োজন হয়। জীবন বাঁচাতে এই রক্ত দেওয়া বাধ্যতামূলক। আগে মেডিক্যাল কলেজে মেডিসিন এবং পেডিয়াট্রিক বিভাগেই থ্যালাসিমিয়া রোগীকে ভর্তি রেখে রক্ত দেওয়া হত। মাঝে প্যাথোলজি বিভাগে মেডিক্যাল অফিসার-সহ অন্য কর্মীরা বদলি হয়ে যাওয়ায় এই কর্মসূচি বন্ধ হয়ে যায়। কিছুদিন আগেই নতুন করে মেডিক্যাল অফিসার দেওয়া হয়েছে বলে হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক জানিয়েছেন। এর পরই কোভিড ব্লক- ১-এ থ্যালাসিমিয়া ডে কেয়ার ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতোই সমস্ত প্রস্তুতি শেষ করে এই বিভাগ চালু করা হয়েছে। হাসপাতাল সুপার বলেছেন, 'কোভিড ব্লক এখন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে পরিকাঠামোও অনেকটাই ভাল। তাই আমরা ওই ব্লকের এক দিকে ১০ শয্যার থ্যালাসেমিয়া ডে-কেয়ার ওয়ার্ড চালু করেছি।'
advertisement
মেডিক্যালে ফের থ্যালাসিমিয়া রোগীদের রক্ত দেওয়ার জন্য স্থায়ী ব্যবস্থা হওয়ায় খুশি শিলিগুড়ি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের আহ্বায়ক পিন্টু রায়। তাঁর বক্তব্য, '' সরকারি হাসপাতালের এই পরিষেবা যদি সঠিকভাবে রোগীদের কাছে পৌঁছে দেওয়া যায়, তা হলে অনেকে উপকৃত হবেন।''
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2023 9:18 PM IST







