Swadesh Darshan: "স্বদেশ দর্শন" স্বল্প খরচায় তীর্থযাত্রার জন্য ট্রেন চালাবে ভারতীয় রেল! জানুন বিস্তারিত

Last Updated:

Swadesh Darshan: স্বল্প খরচে তীর্থযাত্রার সুযোগ করে দিল ভারতীয় রেল। এবার তীর্থযাত্রীদের জন্য "স্বদেশ দর্শন" শ্রী রামপথ যাত্রা বিশেষ ট্যুরিস্ট ট্রেন চালাবে তারা। তবে শুধু প্রবীণরা নয় সকলেই এই যাত্রায় অংশ গ্রহণ করতে পারবেন! জানুন বিস্তারিত

"স্বদেশ দর্শন" স্বল্প খরচায় তীর্থযাত্রার জন্য ট্রেন চালাবে ভারতীয় রেল
"স্বদেশ দর্শন" স্বল্প খরচায় তীর্থযাত্রার জন্য ট্রেন চালাবে ভারতীয় রেল
#শিলিগুড়ি: স্বল্প খরচে তীর্থযাত্রার সুযোগ করে দিল ভারতীয় রেল। এবার তীর্থযাত্রীদের জন্য  "স্বদেশ দর্শন" শ্রী রামপথ যাত্রা বিশেষ ট্যুরিস্ট ট্রেন চালাবে তারা। তবে শুধু প্রবীণরা নয় সকলেই এই যাত্রায় অংশ গ্রহণ করতে পারেন বলে জানালেন রেলের আইআরসিটিসি কর্মকর্তারা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তারা বলেন, ট্রেনটির যাত্রা শুরু হবে আগরতলা থেকে ২৬ নভেম্বর। পরেরদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। এই স্পেশাল ট্যুরিস্ট ট্রেনে যাত্রার জন্য স্লিপার ও এসি থ্রি টায়ার রয়েছে। শ্রী রামপথ যাত্রার জন্য ট্রেনটি পুরো সফর জুড়ে অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ এবং বারাণসীর বিশিষ্ট ধর্মীয় গন্তব্য পরিদর্শনের সুযোগ থাকবে বলে জানান আইআরসিটিসির আধিকারিকরা ।
খাবার ব্যবস্থা: ট্রেন যাত্রার সময় যাত্রীদের প্যাকেটজাত পানীয় জলের বোতল সহ সুস্বাদু নিরামিষ আঞ্চলিক খাবার সমন্বিত সমস্ত খাবার সরবরাহ করা হবে। খাবার পরিষেবার মধ্যে থাকবে সকালের চা, প্রাতঃরাশ, দুপুরের খাবার এবং সন্ধ্যায় স্ন্যাক্স এবং রাতের খাবার। কোচের পরিচ্ছন্নতা এবং টয়লেটগুলিতে স্বাস্থ্যবিধি নিবেদিত বোর্ড হাউসকিপিং কর্মীদের দ্বারা যত্ন নেওয়া হবে। যাত্রী নিরাপত্তা : যাত্রীদের মালপত্র যাতে নিরাপদ থাকে তার জন্য প্রতিটি কোচে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। যাত্রীদের সবরকম প্রয়োজন মেটাতে প্রতিটি কোচে ডেডিকেটেড এসকর্টও থাকবে। আবার দর্শনীয় স্থান ভ্রমণের জন্য পর্যটকদের বাস সরবরাহ করা হবে। পর্যটকদের ডেডিকেটেড ট্যুর এসকর্টের মাধ্যমে ভ্রমণের বাইরে নিয়ে যাওয়া হবে। রাত্রিযাপনের স্থানে পরিবারভিত্তিক হোটেল রুম দেওয়া হবে। স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেলে থাকার ব্যবস্থা করা হবে।
advertisement
advertisement
সফরসূচী: পুরো সফরটি ৭ রাত এবং ৮ দিনের মধ্যে শেষ হবে ।যাত্রায় অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ এবং বারাণসীর জনপ্রিয় এবং বিশিষ্ট ধর্মীয় গন্তব্যগুলি ঘোরানো হবে।
প্যাকেজের খরচা: স্লিপার এবং এসি থ্রি টায়ারে খরচ যথাক্রমে ১৬৮২০ টাকা এবং ২০৮৪০ টাকা ।
advertisement
অফিসিয়াল ওয়েবসাইট: বুকিং IRCTC-এর অফিসিয়াল ট্যুরিজম ওয়েবসাইট থেকে অনলাইনে করা যেতে পারে। www.irctctourism.com
ফোন নম্বর : IRCTC অনুমোদিত ট্রাভেল এজেন্ট বা আইআরসিটিসি অফিসে বুকিং করা যেতে পারে অথবা যাত্রীরা বিস্তারিত জানার জন্য 8595936717 নম্বরে হোয়াটঅ্যাপ/কল করতে পারেন।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Swadesh Darshan: "স্বদেশ দর্শন" স্বল্প খরচায় তীর্থযাত্রার জন্য ট্রেন চালাবে ভারতীয় রেল! জানুন বিস্তারিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement