Siliguri News: অবাধ প্রবেশ! অনুষ্ঠিত হতে চলেছে সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব! জানুন  

Last Updated:

Siliguri News: দেখানো হবে ২০টি ছবি। এই প্রথমবার। অবাধ প্রবেশ। থাকবেন শর্মিলা ঠাকুর, সন্দীপ রায়-সহ অনেকেই!

শিলিগুড়িতে হতে চলেছে সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব 
শিলিগুড়িতে হতে চলেছে সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব 
#শিলিগুড়ি : এবার শিলিগুড়ি শহরে হতে চলেছে চলচ্চিত্র উৎসব। আগামী ১২ই জানুয়ারি ২০২৩, তথ্য সংস্কৃতি দফতর ও দীনবন্ধু মঞ্চ উপদেষ্টা কমিটির যৌথ উদ্যোগে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব । ১২ই জানুয়ারি থেকে ২১ জানুয়ারি অবধি চলবে এই উৎসব । জানা গিয়েছে, এই চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের তৈরি মোট ২০টি চলচ্চিত্র দর্শকদের দেখানো হবে। সত্যজিৎ রায় মানেই কিংবদন্তি পরিচালক। সত্যজিৎ রায়ের সাথে মানুষের আরও একবার পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ। কিছু অমূল্য সিনেমা এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে দর্শকদের দেখানো হবে বলে জানিয়েছেন মেয়র।পাশাপাশি রামকিঙ্কর হলে সত্যজিৎ রায়ের সিনেমার ওপর প্রদর্শনী চলবে। এদিন পিডব্লিউডি বাংলোয় দীনবন্ধু মঞ্চের উপদেষ্টা কমিটির তরফে সাংবাদিক বৈঠক করা হয়।
সেখানেই জানানো হয়েছে যে বাংলার তথা বিশ্বের খ্যাতনামা পরিচালক সত্যজিৎ রায়ের মোট ২০ টি ছবি সিনেমা প্রেমীদের দেখানো হবে। শিলিগুড়িতে বহু ছোট সিনেমার কাজ তরুণ প্রজন্মের পরিচালকরা করছে। এছাড়াও উত্তরবঙ্গে বহু টলিউড বলিউডের সিনেমার শুটিং এখনো চলছে তরুণ প্রজন্মের উৎসাহ বাড়াতে এই চলচ্চিত্র উৎসবটি শিলিগুড়িতে করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা কমিটি। বৈঠকে মেয়র জানান, চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় ও শিল্পী মমতা শংকর। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড ও টলিউডের খ্যাতনামা অভিনেত্রী শর্মিলা ঠাকুর। চলচ্চিত্র উৎসবকে স্বার্থক করতে শিলিগুড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রাও বের করা হবে বলে জানান তিনি।এই প্রথম শিলিগুড়ি শহরে এত বড় করে করে পালিত হবে চলচ্চিত্র উৎসব তাই অবাধ প্রবেশ থাকবে বলে জানান মেয়র।
advertisement
অনির্বাণ রায়
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: অবাধ প্রবেশ! অনুষ্ঠিত হতে চলেছে সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব! জানুন  
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement