Siliguri News: পিক-আপ ভ্যানে ছয়টি গরু! এত কিছুর পরেও থেমে নেই পাচার! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Siliguri News: ফের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গরুপাচারের চেষ্টা। এত কিছুর পরেও কিছুতেই বন্ধ করা যাচ্ছে না পাচার!
#শিলিগুড়ি : ফের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গরুপাচারের চেষ্টা। এসএসবির অভিযানে গরু সহ গ্রেফতার এক গরু পাচারকারী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। এসএসবি ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গরু সহ এমটি পিক আপ ভ্যান আটক করে এসএসবির ৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের বড় মনিরাম জোত এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসএসবি জওয়ানরা।
জানা গিয়েছে, এসএসবির নকশালবাড়ির ৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা খবর পায় একটি পিকআপ ভ্যানে পানিট্যাঙ্কির ইন্দো- নেপাল সীমান্ত দিয়ে পাচার হবে গরু। সেই খবরের ভিত্তিতে আট জন জওয়ানের একটি দল সীমান্তে নাকা চেকিং শুরু করে। এরপরই একটি পিক আপ ভ্যানে গরু বোঝাই গাড়ি জওয়ানরা আটক করে। গাড়িটি থেকে উদ্ধার হয় ছয়টি গরু। ওই পাচারের ঘটনায় বাকিরা পালাতে সক্ষম হলেও গ্রেফতার করা হয় এক পাচারকারীকে। ধৃতের নাম মহম্মদ ইসলাম। সে নকশালবাড়ির বাসিন্দা। এদিন রাতেই পিক আপ ভ্যান সহ গরুগুলিকে তুলে দেওয়া হয়েছে নকশালবাড়ি পুলিশের হাতে।
advertisement
প্রসঙ্গত, এর আগে ওই একই জায়গা থেকে দুটি পিক আপ ভ্যানে গরু সহ দুই পাচারকারীকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছিল এসএসবি।স্থানীয়দের অভিযোগ,নেপাল থেকে বিভিন্ন চোরাপথে গরু, সুপারি-সহ বিভিন্ন পণ্য এপারে আনা হয়। এক হাজার টাকায় গরু ওপার থেকে এনে তিন হাজার টাকায় বিক্রি করা হয় । এছাড়াও চোরাকারবারীদের বাড়বাড়ন্তের অভিযোগ করেছেন স্থানীয়রা।কি কারণে গরু পাচারকারীদের বাড়বাড়ন্ত ওই এলাকায় তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
First Published :
November 03, 2022 11:30 PM IST