Siliguri News: মহালয়া থেকে সেজে উঠবে শহর! শিলিগুড়িতে এবার দুর্গাপুজো কার্নিভালে বিশেষ চমক!

Last Updated:

২৬ অক্টোবর কার্নিভালের দিন বিসর্জনের শোভাযাত্রার পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কার্নিভালে যারা অংশ নেবে তাদের মধ্যে বিচারকের রায় নিয়ে ৫টি ক্লাবকে পুরস্কৃত করা হবে।

বাঙালির সেরা উৎসব
বাঙালির সেরা উৎসব
শিলিগুড়ি : জাকজকম করে এবারে দুর্গাপুজো কার্নিভাল আয়োজন করতে চলেছে পুরনিগম। শিলিগুড়ি পুরনিগমের প্রেক্ষাগৃহে শহরের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। সেখানে ঠিক হয়েছে, মহালয়া থেকে শহরকে সাজিয়ে তোলা হবে। ২৬ অক্টোবর কার্নিভালের দিন বিসর্জনের শোভাযাত্রার পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারে কার্নিভালে যারা অংশ নেবে তাদের মধ্যে বিচারকের রায় নিয়ে ৫টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। গতবার ৩টি ক্লাবকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। প্রতিটি ক্লাবকেই আর্থিক পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার যারা পাবে তাদের৭৫ হাজার টাকা দেওয়া হবে। গতবারের থেকে পুরস্কার মূল্যও এবার বাড়ানো হয়েছে।
advertisement
advertisement
শুধু কার্নিভালই নয়, বিচারকদের বিচারে সেরা ক্লাবগুলিকে পুরস্কৃতও করা হবে। আগামী ৮ নভেম্বর রবীন্দ্র মঞ্চে বিজয়া সম্মিলনির আয়োজন করা হচ্ছে। সেখানে পুরনিগমের বিচারে শারদ সম্মান দেওয়া হবে কয়েকটি ক্লাবকে। একই দিনে কার্নিভালের পুরস্কারও দেওয়া হবে। এদিন বৈঠক শেষে মেয়র বলেন, ‘কার্নিভালে শিলিগুড়ির সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পীরা অংশ নেবেন। শিলিগুড়ি শহরের বেশ কিছু রাস্তা আমরা সাজিয়ে তুলব।’
advertisement
মেয়রের কথায়, ‘গতবার কার্নিভালে ২৩টি ক্লাব অংশ নিয়েছিল। এবারও বেশ কিছু ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে। তবে ৭-৮টি ক্লাব এখনও পর্যন্ত তাদের সম্মতি জানিয়েছে। প্রতিটি ক্লাবকে এয়ারভিউ মোড়ে অনুষ্ঠানের জন্য ৫ মিনিট করে গতবার সময় দেওয়া হয়েছিল। এবার সেই সময়টা একটু বাড়াব।’ মেয়র আরও বলেন, ‘আমরা এবার পুরস্কারের আর্থিক মূল্যটাই বাড়িয়েছি। যারা অংশ নিতে ইচ্ছুক তাদেরকে নিয়েই আমরা অনুষ্ঠান করব। মহালয়ার দিন থেকেই শহরকে সাজিয়ে তোলার চেষ্টা করছি।’
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: মহালয়া থেকে সেজে উঠবে শহর! শিলিগুড়িতে এবার দুর্গাপুজো কার্নিভালে বিশেষ চমক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement