Siliguri News: নকশালবাড়িতে অবাধে গরু পাচার, ৩টি গরু সহ গ্রেফতার পাচারকারী 

Last Updated:

নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্তে গরু পাচারের ছক বানচাল করল এস‌এসবি। ধৃত এক।

খোলা সীমান্তে গরু পাচার ছক, ৩টি গরু সহ গ্রেফতার পাচারকারী 
খোলা সীমান্তে গরু পাচার ছক, ৩টি গরু সহ গ্রেফতার পাচারকারী 
#নকশালবাড়ি: নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্তে গরু পাচারের ছক বানচাল করল এস‌এসবি। মঙ্গলবার সকালে নকশালবাড়ির বড়মনিরাম জোত এলাকায় নেপাল থেকে ভারতে গরু পাচারের আগে হাতেনাতে ৩টি গরু আটক করল এস‌এসবি বড়মনিরাম জোত ক্যাম্পের জ‌ওয়ানরা। ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
এস‌এসবি সূত্রে খবর নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তের ৮৫/৩নং পিলার এলাকায় টহলদারি চালানোর সময় তিনটি গরু সহ এক যুবককে আটক করা হয়। পরে ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পর কোনো বৈধ নথিপত্র না পাওয়ায় ধৃতকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত মহম্মদ নজরুল(২৪) নকশালবাড়ির কালুয়া জোতের বাসিন্দা। অন্যদিকে উদ্ধার তিনটি গরুকে খোয়াড়ে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্ত কাঁটাতারের বেড়া না থাকায় রাতের অন্ধকার ও ভোরের কুয়াশাচ্ছন্নতার কাজে লাগিয়ে গরু পাচার করে পাচারকারীরা। গরু পাচার সহ চোরাচালান রুখতে সীমান্তে টহলদারি চালায় এস‌এসবির জ‌ওয়ানরা। শেষ এক মাসে নকশালবাড়ির এই খোলা সীমান্ত এলাকায় ২৫টি গরু সহ ২জন পাচারকারীকে গ্রেফতার করেছে এস‌এসবির জ‌ওয়ানরা।
advertisement
নকশালবাড়ির নেপাল সীমান্তে গরু পাচার চোরা চালানকারীদের কাছে ‘স্বর্গরাজ্য’ হিসেবে পরিচিত। নেপাল থেকে বিভিন্ন চোরাপথে গরু, সুপারি-সহ বিভিন্ন পণ্য এপারে আনা হয়। ওপারে এক হাজার টাকায় গরু এপারে এনে তিন থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়। চোরাচালান রুখতে সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা করছে এস‌এসবি।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে এস‌এসবির অভিযোগের ভিত্তিতে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তার তদন্তে নামবে পুলিশ।
Biswajit Misra
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: নকশালবাড়িতে অবাধে গরু পাচার, ৩টি গরু সহ গ্রেফতার পাচারকারী 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement