Siliguri News: বাগডোগরা বিমান বন্দরে ভয়াবহ ঘটনা! বাংলাদেশের দুই যুবককে কেন গ্রেফতার করা হল? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
Siliguri News: বাগডোগরা বিমানবন্দরে বাংলাদেশী সন্দেহে গ্রেফতার ২ যুবক।জানা গিয়েছে, ধৃতদের নথীপত্রে অসঙ্গতি থাকায় জিজ্ঞাসাবাদের পর তাদের বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
#শিলিগুড়ি : ব্যাংকক যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে বাংলাদেশী সন্দেহে গ্রেফতার ২ যুবক।জানা গিয়েছে, ধৃতদের নথীপত্রে অসঙ্গতি থাকায় জিজ্ঞাসাবাদের পর তাদের বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।পুলিশ সূত্রে খবর, নথী অনুযায়ী ধৃতরা একজন জলপাইগুড়ি ও অপরজন সিঙ্গুরের বাসিন্দা।তাদের কাছ থেকে একাধিক নথী উদ্ধার করেছে পুলিশ।নথীগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত,ব্যাঙ্কক যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে ২ যুবক ব্যাংকক যাবার সময় তাদের নথিপত্রে অসঙ্গতি দেখা যায়।
তারপর নথিতে অসঙ্গতি থাকায় তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা বাংলাদেশের যুবক। জানা যায় ব্যাংকক যাবার চেষ্টা করছিল ওই দুই যুবক। তৎক্ষণাৎ তাদের বাগডোগরা বিমনবন্দর কর্তৃপক্ষ তাদের আটক করে এবং ধৃতদের বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় ।
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে । সূত্রে খবর ধৃতদের মধ্যে একজন জলপাইগুড়ি ও অপরজন সিঙ্গুরের বাসিন্দা। ধৃতদের কাছে থেকে একাধিক নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্পূর্ন বিষয়টি তারা তদারকি করে দেখছে।
advertisement
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
First Published :
December 06, 2022 10:42 PM IST