Siliguri News: সিনে-প্রেমীদের জন্য দারুণ খবর! শিলিগুড়িতে কী হচ্ছে দেখুন

Last Updated:

সিনেমা ভক্তদের কথা মাথায় রেখে শিলিগুড়িতে শুরু হয়েছে ইন্দো-বাংলা শর্ট ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি ফেস্টিভ্যাল

+
title=

শিলিগুড়ি: নবীন প্রজন্মের স্বাধীনচেতা ফিল্ম ডিরেক্টরদের লাইম লাইটের পাদপ্রদীপে তুলে ধরতে শুরু হল দশম শিলিগুড়ি শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩। শিলিগুড়ি সিনে সোসাইটির উদ্যোগে ও ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত হচ্ছে সিনেমার এই বিশেষ উৎসব। আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে সিনেমা প্রদর্শনী।
শিলিগুড়ির সেবক রোডের এক হোটেলে মোট ৩৮টি সিনেমা দেখানো হবে। এবছর শুধু ভারতেই নয়, বাংলাদেশের শর্ট ফিল্ম ও ডকুমেন্টারিও দেখানো হবে বলে জানা গিয়েছে। মোট ৮৫ টি সিনেমা পাঠানো হয়েছিল এই ফিল্ম ফেস্টিভ্যালে। তার থেকে ৩৮ টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে শর্ট ফিল্ম ১৮ টি, ডকুমেন্টারি ২০ টি। বাংলাদেশ থেকে ৮ টি সিনেমা পাঠানো হয়, তার মধ্যে ৫ টি জায়গা পেয়েছে এই ফেস্টিভ্যালে।
advertisement
advertisement
শেষের দিন বিশেষ বক্তৃতা দেবেন নাটক ও সিনেমা সমালোচক নির্মল বন্দ্যোপাধ্যায়। ওইদিন ‘সাইট আনসিন ও বীরকন্যা প্রীতিলতা’ নামের একটি ডকুমেন্টারিও দেখানো হবে। একই দিনে পাঁচটি বিভাগে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। সিনে সোসাইটির তরফে প্রদীপ নাগ বলেন, এটি ইন্দো-বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলাদেশেরও শর্টফিল্ম দেখানো হবে। নতুন প্রতিভা তুলে ধরার জন্য এই প্রচেষ্টা। আশা করছি প্রত্যেকের ভাল লাগবে। তিনি আরও জানান, এমন অনেক পরিচালক আছেন যারা মা বা স্ত্রীর গয়না বিক্রি করে নিজের সমস্ত সঞ্চিত টাকা লাগিয়ে একটা সিনেমা তৈরি করেছেনন। তবে সিনেমা তৈরি করলেও সেটা দেখানোর জায়গার অভাব আছে। তাঁদের জন্যই মূলত এই ফেস্টিভ্যালের আয়োজন।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: সিনে-প্রেমীদের জন্য দারুণ খবর! শিলিগুড়িতে কী হচ্ছে দেখুন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement