Siliguri News: গরমে নাজেহাল শহরবাসীর ক্ষণিকের ঠিকানা বৈকুন্ঠপুর জঙ্গল
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অনেকেই স্বস্তির খোঁজে সপরিবারে চলে আসছেন বৈকন্ঠপুরের জঙ্গলে। কেউ আবার বন্ধুবান্ধবদের সঙ্গে দল বেঁধে এখানে এসে উঠছেন।
শিলিগুড়ি: তীব্র গরমে হাঁসফাঁস করছে বাংলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার টানা তাপপ্রবাহ চলছে। উত্তরের যেসব জায়গায় মানুষ গ্রীষ্মকালে ঠান্ডার খোঁজে আসতো চলতি বছর সেই এলাকাগুলিতেও রেকর্ড গরম পড়েছে। মানুষের পাশাপাশি পশুপাখি, জীবজন্তুদের প্রাণ ওষ্ঠাগত এই গরমে। এমনকি বাড়িতে থেকেও স্বস্তি মিলছে না। এই পরিস্থিতিতে যে যার নিজের মতো করে একটু স্বস্তির ঠিকানা খুঁজতে ব্যস্ত। আর তাই ভিড় বাড়ছে বৈকন্ঠপুরের জঙ্গলে।
এবারের তাপপ্রবাহে ভয়াবহ পরিস্থিতি শিলিগুড়ির। দক্ষিণবঙ্গের বহু জেলাকে ছাড়িয়ে রেকর্ড গরম পড়েছে পাহাড়ের পাদদেশের এই শহরে। আর তাই কংক্রিটের বাড়িঘড়ে তালা দিয়ে অনেকেই স্বস্তির খোঁজে সপরিবারে চলে আসছেন বৈকন্ঠপুরের জঙ্গলে। কেউ আবার বন্ধুবান্ধবদের সঙ্গে দল বেঁধে এখানে এসে উঠছেন। সকলেরই লক্ষ্য, যদি একটু এই গরম থেকে শান্তি খুঁজে পাওয়া যায়।
advertisement
advertisement
এই সময় বৈকুন্ঠপুর জঙ্গলে গেলে দেখতে পাবেন- কেউ পাটি পেতে পরিবারের সঙ্গে জঙ্গলের হাওয়া উপভোগ করছেন। কেউ আবার দুই গাছে হ্যামক আটকিয়ে আরাম করছেন। আবার কেউ নদীর পাড়ে বসে প্রকৃতির শোভা উপভোগ করছেন। হয়তো এখানে প্রকৃতির শোভায় হারিয়ে গিয়ে কাউকে কাউকে বাঁশিতে সুর তুলতেও শুনে থাকতে পারেন। এই গরমে বৈকুন্ঠপুরের জঙ্গল সত্যিই যেন অমৃতলোক হয়ে উঠেছে।
advertisement
এখানে ঘুরতে আসা অনিক বিশ্বাস বলেন, বৈকুন্ঠপুর জঙ্গলে যে ঠান্ডাটা আছে তা এসি বা ফ্যান তৈরি করতে পারবে না। গরম থেকে একটু স্বস্তির খোঁজে এখানে আসা।
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 09, 2023 3:36 PM IST









