Siliguri News : আবর্জনার স্তূপের পাশে পরিত্যক্ত ব্যাগে অমূল্য ও দুর্লভ মৃগনাভি, চাঞ্চল্য শিলিগুড়িতে
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Siliguri News : কস্তুরী মৃগের দুর্লভ নাভি উদ্ধার শিলিগুড়িতে
অনির্বাণ রায়, শিলিগুড়ি : কস্তুরী মৃগের দুর্লভ নাভি উদ্ধার শিলিগুড়িতে।শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের সংশোধনাগার এর পেছনের রাস্তা থেকে উদ্ধার হলো প্রায় ৩৯টি মৃগনাভি। তবে আদতেও সেগুলি মৃগনাভি কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বনকর্তাদের। জানা গিয়েছে, রাস্তার ধারে আবর্জনার স্তূপের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য ছাড়ায় এলাকায়।
খবর দেওয়া হয় এলাকার কাউন্সিলর তথা শিলিগুড়ি পুরনিগমের ২০নম্বর ওয়ার্ডের পুরমাতা অভয়া বসুকে। তিনি এসে ব্যাগটি দেখে বুঝতে পারেন ভেতরে মৃগনাভির মতো দেখতে কিছু জিনিস রয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীদের।
আরও পড়ুন : ১১ লক্ষের বেশি প্রতারণা! ঠগবাজ প্রেমিককে জেলে পাঠিয়ে বিদেশে ছুটি কাটালেন প্রতারিত ৩ প্রেমিকা
বনকর্মীরা এসে উদ্ধার করে ওই ব্যাগ। ব্যাগ খুলতেই দেখা যায় মৃগনাভি রয়েছে। প্রায় ৩৯টি মৃগনাভি উদ্ধার করে বনকর্মীরা। তারপরেই সেগুলিকে নিয়ে আসা হয় ডাবগ্রাম রেঞ্জার অফিসে। এরপর ডাব গ্রাম রেঞ্জ এর রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “এখনও পর্যন্ত ওই মৃগনাভিগুলিকে দেখা হচ্ছে। তবে আসল কি না সে বিষয়ে পরীক্ষার জন্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হবে। তারপরেই আমরা সঠিক বলতে পারব এটা আসল কি নকল। এবং ঘটনায় কেউ জড়িয়ে রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করবে বন দফতর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 11:48 AM IST