Pashupatinath Temple at Siliguri|| রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর, নেপালের পশুপতিনাথ দর্শন এবার শিলিগুড়িতেই, খুলল বিশাল মন্দির

Last Updated:

Pashupatinath Temple at Siliguri: পশুপতিনাথ দর্শন এ বার শিলিগুড়িতেই। কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের আদলে শিলিগুড়িতে তৈরি হয়েছে পশুপতিনাথ মন্দির।

+
শিলিগুড়িতে

শিলিগুড়িতে পশুপতিনাথ মন্দির

শিলিগুড়ি: পশুপতিনাথ দর্শন এ বার শিলিগুড়িতেই। নেপালের রাজধানী কাঠমান্ডু এবং মধ্যপ্রদেশের পর পশুপতিনাথ মন্দিরের আদলে শিলিগুড়িতে তৈরি হয়েছে পশুপতি নাথ মন্দির। শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের সরোজিনী পল্লিতে প্রায় সাত কাঠা জমির ওপরে মন্দির নির্মাণ হয়েছে। মহাশিবরাত্রির দিন কলস শোভাযাত্রায় মধ্য দিয়ে মন্দিরের শুভ উদ্বোধন হয়। মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে রাজস্থান থেকে আনা পঞ্চমুখী শিবলিঙ্গ।
নেপালের পশুপতিনাথ মন্দির বাগমতি নদীর তীরে। সেই আদলেই শিলিগুড়ির এই মন্দির মহানন্দা নদীর কাছেই স্থাপন করা হয়েছে। মন্দির কমিটি সূত্রের খবর, মন্দির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। মন্দিরে স্থাপিত পঞ্চমুখী শিবলিঙ্গ রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। উদ্বোধনের দিন ১০৮ কলস নিয়ে প্রকাশ নগর থেকে শুরু হয়ে কলস যাত্রা। মহাশিবরাত্রির দিন থেকে সাতদিন ধরে শিব মহাপুরাণেরও আয়োজন করা হয়েছে মন্দিরে।
advertisement
আরও পড়ুনঃ হোম স্টে তাও আবার ভাসমান! শিলিগুড়িতে দারুণ পরিষেবা
মন্দির কমিটির সদস্য ক্যাপ্টেন জীবন কুমার দেওয়ান বলেন, মন্দির প্রতিষ্ঠা শিলিগুড়ির মানুষের জন্য সবচেয়ে বড় খুশির খবর। নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে এই মন্দির তৈরি হয়েছে। দর্শনার্থীরা এখন শহরেই পশুপতিনাথের দর্শন পাবেন। মন্দিরের বিশেষত্ব পঞ্চমুখী শিবলিঙ্গ। শিবের পাঁচটি রূপ এই লিঙ্গের মধ্যে রয়েছে।
advertisement
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Pashupatinath Temple at Siliguri|| রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর, নেপালের পশুপতিনাথ দর্শন এবার শিলিগুড়িতেই, খুলল বিশাল মন্দির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement