Siliguri News: স্বাধীনতা দিবসে পতাকা কিনতে চান? বাজারে ছুটতে হবে না, বাড়িতে বসেই পেয়ে যাবেন!

Last Updated:

'হর ঘর তিরঙ্গা' কে প্রচার করতে এবার অনলাইনে বাড়িতে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে পোস্ট অফিস। পোস্ট অফিসের ই পোর্টাল www.epostoffice.gov.in.-এর মাধ্যমে জাতীয় পতাকার অর্ডার দেওয়া যাবে।

+
স্বাধীনতা

স্বাধীনতা দিবসে পতাকা কিনতে চান? বাজারে ছুটতে হবে না, বাড়িতে বসেই পেয়ে যাবেন!

শিলিগুড়ি: সামনেই ১৫ অগস্ট, দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস । আপনার বাড়িতেও নিশ্চয়ই জাতীয় পতাকা উত্তোলন করতে চান? কোথা থেকে কিনবেন ভাবছেন? চিন্তা নেই! এবার জাতীয় পতাকা কিনতে যেতে হবে না বাজারে। খোদ পোস্ট অফিস থেকেই অনলাইনে আনাতে পারবেন জাতীয় পতাকা। কেবল ২৫ টাকা দিলেই আপনার কাছের পোস্ট অফিস থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে পতাকা।
আর মাত্র কিছু দিনের অপেক্ষা। দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি চলছে সর্বত্র। এর মাঝেই ভারতীয় ডাক বিভাগের নয়া পদক্ষেপ। ‘হর ঘর তিরঙ্গা’ কে প্রচার করতে এবার অনলাইনে বাড়িতে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে পোস্ট অফিস।
advertisement
পোস্ট অফিসেরই পোর্টাল www.epostoffice.gov.in.-এর মাধ্যমে জাতীয় পতাকার অর্ডার দেওয়া যাবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সব বাড়িতে পতাকা লাগানের আহ্বান জানিয়েছে। এমনকী দেশ বাসী যাতে বাড়িতে দেশের পতাকা উত্তোলন করতে পারেন সেই জন্য সরকার ন্যাশনাল ফ্ল্যাগ কোডে সংশোধন করেছে।
advertisement
এবার আরও এক ধাপ এগিয়ে এবার সেই পতাকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল ডাক বিভাগ । মাত্র ২৫ টাকা দিলেই পেয়ে যাবেন জাতীয় পতাকা। তবে কোনও দণ্ড থাকছে না। একেক জন ৫ টি করে পতাকা অর্ডার করতে পারবেন। একবার অর্ডার দেওয়া হলে গ্রাহকরা আর তা বাতিল করতে পারবেন না।
advertisement
জাতীয় পতাকার দাম ও আকার
ভারতীয় পতাকার আকার ২০ ইঞ্চি x ৩০ ইঞ্চি আকারের (পতাকারদণ্ড ছাড়া)। তেরঙ্গাটির বিক্রয় মূল্য প্রতি পিস ২৫ টাকা রাখা হয়েছে। ভারতের পতাকায় কোনও জিএসটি ধরা হয়নি।
কীভাবে পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা কিনবেন ?
১)প্রথমে www.epostoffice.gov.in -এ যান।
২) ePostoffice পোর্টালের হোম পেজে ভারতীয় জাতীয় পতাকার ছবিতে ক্লিক করুন।
advertisement
৩) ছবির নিচে “Click the image to purchase Flag” লেখা আছে।
৪) ডেলিভারির ঠিকানা, পতাকার পরিমাণ (গ্রাহক প্রতি প্রাথমিকভাবে সর্বোচ্চ ৫টি পতাকা) ও আপনার মোবাইল নম্বর উল্লেখ করুন।
৫) ক্রয় প্রক্রিয়া চলাকালীন আপনাকে সর্বশেষ ফ্ল্যাগ কোড মেনে চলতে বলা হবে৷
৬) অর্ডারটি সম্পূর্ণ করতে অর্থ জমা দিন৷
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: স্বাধীনতা দিবসে পতাকা কিনতে চান? বাজারে ছুটতে হবে না, বাড়িতে বসেই পেয়ে যাবেন!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement