Siliguri News: শিলিগুড়িতে নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগে ধৃত এক
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নিষিদ্ধ নন-গ্রিন ক্র্যাকার্স বিক্রির অভিযোগে শিলিগুড়ির নিবেদিতা মার্কেট থেকে দিব্যজিৎ কর নামে এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে ১২০ বাক্স নিষিদ্ধ আতশবাজি বাজেয়াপ্ত করা হয়েছে।
#শিলিগুড়ি : নিষিদ্ধ নন-গ্রিন ক্র্যাকার্স বিক্রির অভিযোগে শিলিগুড়ির নিবেদিতা মার্কেট থেকে দিব্যজিৎ কর নামে এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে ১২০ বাক্স নিষিদ্ধ আতশবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার অভিযান চালিয়ে পুলিশ আতশবাজি সহ ওই যুবককে গ্রেফতার করে। মহাবীরস্থান, নিবেদিতা মার্কেট সহ বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আতশবাজি বিক্রির অভিযোগ সামনে উঠে আসছে। পাড়ার দোকানেও এই নিষিদ্ধ আতশবাজি বিক্রির অভিযোগ রয়েছে। এবিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানান, পুলিশের তরফে নিষিদ্ধ আতশবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।
শীর্ষ আদালত বলেছে, ‘বেরিয়াম সমৃদ্ধ বাজি নিষিদ্ধ করা হচ্ছে , যা নাগরিকদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক । আরও স্পষ্টভাবে প্রবীণ নাগরিক এবং শিশুদের (ক্ষেত্রে ক্ষতিকারক)।’ সেইসঙ্গে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে আদালত নির্দেশ দিয়ছে, বাজির উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাতে যদি কোনও গাফিলতি থাকে, তাহলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। বাজি তৈরি, ব্যবহার এবং বিক্রি শীর্ষ আদালতের রায়ের বিষয়ে মানুষ যাতে সচেতন হন, সেজন্য বিজ্ঞাপন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
দীপাবলিতে এরাজ্যে গ্রিন ক্র্যাকার্স ছাড়া অন্য ধরনের আতশবাজি বিক্রি করা বা পোড়ানো যাবে না বলে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে । এব্যাপারে আদালত পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে । আদালত স্পষ্ট জানিয়েছে, কেবলমাত্র কিউআর কোড যুক্ত গ্রিন ক্র্যাকার্স বিক্রি করা যাবে।
advertisement
Anirban Roy
Location :
First Published :
October 17, 2022 12:44 PM IST