Siliguri News|| সাদা পাউডারে সোনার গয়না মুহূর্তে বদলে কাচের চুড়ি! পাউডার রহস্য উন্মোচনে মরিয়া পুলিশ

Last Updated:

Siliguri Gold Fraud: সাদা পাউডারের আড়ালে প্রতারণার শিকার শিলিগুড়ির এক বৃদ্ধ দম্পতি। খোয়ালেন লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার।

+
শিলিগুড়িতে

শিলিগুড়িতে সাদা পাউডারের আড়ালে সোনা চুরি।

শিলিগুড়ি: সাদা পাউডারের আড়ালে প্রতারণার শিকার শিলিগুড়ির এক বৃদ্ধ দম্পতি। খোয়ালেন লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার। ঘটনায় ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ দম্পতি। দায়ের করেছেন লিখিত অভিযোগ। ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
শীতের দুপুর। বহুতল বাড়ির এককোনে রোদে বসেছিলেন বৃদ্ধ দম্পতি। সেই সময় আচমকাই দুই যুবক সেখানে পৌঁছে স্বর্ণালঙ্কার পরিষ্কার করে দেওয়ার কথা জানায়৷ অভিযোগ, একপ্রকার জোর করেই হাতে, গলায়, কানে থাকা স্বর্ণালঙ্কার খুলে নেয় তারা। সাফাই করে দেওয়ার কথা জানিয়ে তাতে একদিকে কেমিক্যাল মেশায়। এরপর একটি প্যাকেটে সেগুলি ভরে ওই বৃদ্ধ দম্পতির হাতে ধরিয়ে চম্পট দেয়।
advertisement
আরও পড়ুনঃ সপ্তাহান্তে পুরুলিয়া বেড়াতে যাওয়ার প্ল্যান? কেমন থাকবে আবহাওয়া? রইল পূর্বাভাস
কিন্তু কোনও কারণে সন্দেহ হয়। সময় নষ্ট না করে প্যাকেট খোলেন বৃদ্ধ দম্পতি। তখনই বুঝতে পারেন প্যাকেটে কোনও গয়না নেই। রয়েছে কাচের চুরি। ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন দু'জনে।
advertisement
এ দিন ভরদুপুরে ঘটনাটি ঘয়টেছে শিলিগুড়ি পুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের লালা লাজপত রায় রোড এলাকায়। ঘটনায় ইতিমধ্যে শিলিগুড়ি থানার অধীনস্ত পানিটাঙ্কি টাউন আউট পোস্টে অভিযোগ জানিয়েছেন ওই দম্পতি। শুরু হয়েছে তদন্ত।
advertisement
আরও পড়ুনঃ উত্তরে হাওয়া কাঁপুনি ধরাচ্ছে, টানা কতদিন চলবে হাওয়ার দাপট? জানুন জেলার সর্বশেষ পূর্বাভাস
এ দিকে, ঘটনার তদন্ত চলাকালীনই শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের ভাইয়ের বাড়িতেও প্রতারকদের একটি দল হানা দেয়। যদিও বাড়ির সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ভিডিও রেকর্ডিং শুরু করেন। এতেই দুষ্কৃতীরা তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে যায়।
advertisement
প্রসঙ্গত, এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে শহর। কে বা কারা এই চক্র চালাচ্ছে সে বিষয়ে চিন্তিত প্রশাসন। পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News|| সাদা পাউডারে সোনার গয়না মুহূর্তে বদলে কাচের চুড়ি! পাউডার রহস্য উন্মোচনে মরিয়া পুলিশ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement