বিয়ের সুখ মাত্র পাঁচদিন টিকল, সকালে বেরিয়ে আর ফেরা হল না নতুন বরের
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:BISWAJIT MISRA
Last Updated:
Siliguri News: বিয়ের ৫ দিনের মাথায় মর্মান্তিক পরিণতি! পথ দুর্ঘটনায় সব শেষ
ফাঁসিদেওয়া: গত বুধবার বিয়ে হয়েছে! আর ৫ দিনের মাথায় ঘরে ফিরবে নিথর দেহ। রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল ফাঁসিদেওয়ার নিজবাড়ির বাসিন্দা সিদ্ধার্থ মালাকারের। ফাঁসিদেওয়ার ঘোষপুকুর মোড়ের ৩১ ডি জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিদ্ধার্থের।
সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে সবজি বিক্রি করে ফের ঘোষপুকুর বেরোনোর পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয় সিদ্ধার্থ। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিদ্ধার্থের বন্ধু দীপু বিশ্বাস বলেন সিদ্ধার্থ মালাকার সবজি ব্যবসায়ী ছিলেন। গত ৫দিন আগে ধুমধাম করে বিয়ে হওয়ার পর এই ঘটনা ঘটবে ভাবতে পারেনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সিদ্ধার্থের গ্রামে। ঘোষপুকুর ফাঁড়ির ইনচার্জ দাওয়া শেরপা জানান দূর্ঘটনাগ্রস্থ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।
advertisement
BISWAJIT MISRA
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2023 8:17 PM IST