Siliguri News: পুজোর আগে শিলিগুড়ির যানজট দূর করতে উদ্যোগী পুরসভা

Last Updated:

দুর্গাপুজোর আগে শিলিগুড়ির যানজট সমস্যা দূর করতে নতুন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করলেন মেয়র গৌতম দেব

+
title=

শিলিগুড়ি: শহরের যানজট মোকাবিলায় তৎপর শিলিগুড়ি পুরনিগম। দুর্গাপুজোর আগে এই বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই নিয়ে নতুন পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক।উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার, ডিসিপি ট্রাফিক, মেয়র পারিষদ, কমিশনার ও পুর সচিব সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।
বৈঠকে মূলত শিলিগুড়ি শহরের ট্রাফিক সমস্যা মোকাবিলায় কী কী করা প্রয়োজন সে বিষয়ে আলোচনা হয়। এছাড়াও আসন্ন শারদোৎসবের আগে শিলিগুড়ি শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং শহরে ড্রাগ কারবারিদের সমাগমের উপর নজরদারি বাড়াতে আরও কী কী ব্যবস্থা নেওয়া যায় এ বিষয়েও আলোচনা হয়েছে।
advertisement
advertisement
বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, পুজোর পর অটো-টোটোর যাতায়াতের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে। আপাতত যে সমস্ত টোটোর নম্বর রয়েছে তারা প্রধান রাস্তায় চলাচল করতে পারবে। কিন্তু পুজোর পর টোটো এবং অটোর জন্য আলাদা আলাদা রুট তৈরি করা হবে। তার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে শিলিগুড়ি পুলিশ। তবে শহরের ভেতরে ট্রাক দাঁড় করিয়ে লোডিং-আনলোডিংয়ের কাজ করা যাবে না। এর বিরুদ্ধে পুলিশ এবং পূরনিগম একসঙ্গে কাজ করবে বলে মেয়র জানান। মেয়র আরও জানিয়েছেন, শিলিগুড়ি শহরের বেশ কিছু রাস্তা চওড়া করা হবে এবং একাধিক জায়গায় পার্কিং তৈরি করা হবে। পুজোর আগে পার্কিংয়ের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে পুরনিগমের।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পুজোর আগে শিলিগুড়ির যানজট দূর করতে উদ্যোগী পুরসভা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement