Kurseong Tourist Attraction: পর্যটকদের জন্য সুখবর! কার্শিয়াঙের মুকুটে নতুন পালক
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kurseong tourist attraction: কার্শিয়াং এলাকার পর্যটন মুকুটে এক নতুন পালক যুক্ত হল । এই ক্লক টাওয়ারের কারণে পর্যটকরা আরও আকর্ষিত হবেন কার্শিয়াং এর প্রতি। এটি একটি পুরনো সুলভ শৌচাগার ছিল। যেটিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে নতুন ভাবে এই ক্লক টাওয়ার গড়া হয়েছে।
অনির্বাণ রায়, কার্শিয়াং: কার্শিয়াংকে পর্যটনস্থল বানাতে উদ্যোগী জিটিএ। দীর্ঘ সময় পেরিয়ে কার্শিয়াং পাহাড় পেল নতুন এক ক্লক টাওয়ার। ১৮৫০ সালে ব্রিটিশরা দার্জিলিঙে তৈরি করেছিল ঐতিহাসিক ক্লক টাওয়ার। তার পর ১৭৩ বছর পরে পার্শ্ববর্তী কার্শিয়াং পেল নতুন ক্লক টাওয়ার। সম্প্রতি এর উদ্বোধন করেছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA চিফ অনীত থাপা। অনীত থাপা বলেন, "কার্শিয়াং এলাকার পর্যটন মুকুটে এক নতুন পালক যুক্ত হল । এই ক্লক টাওয়ারের কারণে পর্যটকরা আরও আকৃ্ষ্ট হবেন কার্শিয়াং-এর প্রতি। এটি একটি পুরনো সুলভ শৌচাগার ছিল। যেটিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে নতুন ভাবে এই ক্লক টাওয়ার গড়া হয়েছে”।
অনীত থাপা আরও বলেন, “কার্শিয়াং হল পাহাড়ের প্রবেশপথ। আমরা এই সুন্দর শহরকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছি। অনেক কিছুই পরিকল্পনার মধ্যে রয়েছে। কিন্তু সবাই জানেন পাহাড়ে কিছু নতুন করতে যাওয়া মানেই অনেক কিছুর মুখোমুখি হতে হয়। অনেক বাধা বিপত্তির সামনাসামনি হতে হয়”।
আরও পড়ুন : ফিরে এল হ্যামলিনের বাঁশিওয়ালা! শহর থেকে ইঁদুর তাড়ানোর পারিশ্রমিক ১ কোটি ৪০ লক্ষ টাকা!
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এতদিন দার্জিলিং গিয়ে ক্লক টাওয়ার দেখেছি আমরা । এবার কার্শিয়াংবাসীরাও গর্ব করে বলতে পারব যে আমাদের শহরেও ক্লক টাওয়ার আছে”। প্রসঙ্গত উল্লেখ্য, ইদানীং নতুন রূপে পর্যটকদের মন কাড়ছে দার্জিলিংয়ের ঐতিহাসিক ক্লক টাওয়ার।
advertisement
advertisement
দার্জিলিঙের ক্লক টাওয়ারের সৌন্দর্যায়ন হয়েছে গত বছর৷ রকমারি আলোতে সেজেছে পুরনো এই ক্লক টাওয়ার ৷ যা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা৷ অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই ক্লক টাওয়ারের রংবেরংয়ের আলো নজর কাড়ছে পর্যটকদের৷ দার্জিলিংয়ে পর্যটকদের এই উৎসাহ দেখেই কার্শিয়াং এর একটি ক্লক টাওয়ার নির্মাণের পরিকল্পনা করা হয়। আগামীতে পর্যটকদের জন্য আরও নতুন নতুন উপহার নিয়ে আসবেন বলে আশ্বাস জিটিএ অধিকর্তার।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 17, 2023 5:35 PM IST








