Siliguri news : ফিল্ম এবং অর্কিড গুরুত্ব পাচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম কনক্লেভে

Last Updated:

জিটিএ এর সহযোগিতায় কনক্লেভ এর আয়োজক ইস্টার্ন হিমালয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স।

#দার্জিলিং: পাহাড়ের বিভিন্ন প্রজাতির অর্কিড ভিনদেশে পাড়ি দেয় কিন্তু অবহেলার শিকার অর্কিডের গ্রামগুলি। আবার শুটিংয়ের তাবুও পড়ে কিন্তু তার থেকে ভবিষ্যতের সুফল তুলতে পারে না পাহাড়ের প্রত্যন্ত এলাকা৷ তাই ফিল্ম এবং অর্কিড গুরুত্ব পাচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম কনক্লেভে৷ দু’দিনের কনক্লেভ রবিবার শুরু হচ্ছে দার্জিলিংয়ে। জিটিএ এর সহযোগিতায় কনক্লেভ এর আয়োজক ইস্টার্ন হিমালয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স।
কনক্লেভে জিটিএর চিফ এক্সিকিউটিভ ছাড়াও উপস্থিত থাকবেন চিত্রপরিচালক ও সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত। সাংবাদিক বৈঠকে এতোয়ার সভাপতি দেবাশিস মৈত্রের বক্তব্য, নির্দিষ্ট দ্রষ্টব্য স্থানের মধ্যে এখন আর আটকে নেই পর্যটন। কোভিড পরবর্তী সময়ে পর্যটকরা নিরিবিলি জায়গা পছন্দ করেছেন । ফলে প্রত্যন্ত এলাকাগুলোকে সিনেমার শুটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হলে ও অর্কিডএর জন্য বিখ্যাত গ্রামগুলিকে তুলে ধরা গেলে নতুন আঙ্গিক পাবে পর্যটন।
advertisement
advertisement
আইসিসির উত্তরবঙ্গের চেয়ারম্যান নিশান মণ্ডল বলেন, উত্তরবঙ্গের অর্থনৈতিক অবস্থান অনেক ক্ষেত্রেই নির্ভরশীল পর্যটনের ওপর। তাই আমরা চাইছি শহর গুলির পাশাপাশি গ্রামীণএলাকা গুলিকেও তুলে ধরতে৷ প্রত্যন্ত এলাকাগুলির পরিকাঠামোর উন্নয়নে কাজ করবে। উল্লেখ্য ,কিছুদিন আগেই উত্তরবঙ্গের সিনেমার কাজে ব্যবহারের জন্য জায়গা নিশ্চিত করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর জন্য তিনি দায়িত্ব দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও গৌতম ঘোষকে। যার কাজ ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছেন।
advertisement
ক্রস বর্ডার টুরিজমকে প্রাধান্য দিতে পাহাড়ে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম কনক্লেভ। কনক্লেভে যোগ দিতে দুদিন আগেই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের পর্যটন ব্যবসায়ীরা। আজ শহরে পৌঁছানোর কথা নেপালের পর্যটন ব্যবসায়ীদের কিন্তু ক্রস বর্ডার ট্যুরিজম নিয়ে আলোচনা হলেও প্রকাশে থাকছে অর্কিড এবং ফিল্ম ট্যুরিজম । এ কারণেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অঞ্জন দত্ত এবং অর্কিড বিশেষজ্ঞ প্রশান্ত চৌধুরী । সবমিলিয়ে ৩০০ প্রতিনিধি যোগ দেবেন বলে জানান সাধারণ সম্পাদক সন্দীপন ঘোষ । তিন দেশের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে চুক্তি হবে বলে জানান তারা।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri news : ফিল্ম এবং অর্কিড গুরুত্ব পাচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম কনক্লেভে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement