Siliguri News: বাড়ির বাইরে মড়মড় শব্দ, বেরিয়ে আসতেই হাতি শুঁড়ে পেঁচিয়ে তুলে নিল...
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
সাতসকালে এলাকায় হাতি ঢুকে ঘর ভাঙছিল।ঘর ভাঙার শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসতেই হাতির আক্রমণের মুখে পড়ে যুবক । হাতিটি শুঁড় দিয়ে তুলে আছাড় মারে যুবককে। আহত যুবকের নাম চুমানুস ওঁরাও (২৮)।
#নকশালবাড়ি: নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মদনজোত এলাকায় হাতির আক্রমণে আহত এক যুবক । আহত যুবকের নাম চুমানুস ওঁরাও (২৮)।
জানা গেছে , সাতসকালে এলাকায় হাতি ঢুকে ঘর ভাঙছিল। ঘর ভাঙার শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসতেই হাতির আক্রমণের মুখে পড়ে যুবক । হাতিটি শুঁড় দিয়ে তুলে যুবককে আছাড় মারে। এর ফলে হাত, পা সহ বুকে চোট পান যুবক। ঘটনার পর তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
আরও পড়ুন - Ind vs Ban: ওয়ানডে সিরিজ খোয়ানোর পর সম্মান পুনরুদ্ধারের টেস্ট সিরিজ, প্রথম টেস্টের লেটেস্ট আপডেট
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, এদিন ভোরবেলা হাতি ঢুকে পড়ে এলাকায় । বাড়ির ভেতর ঢুকে বাড়ি ভেঙে দেয়। হাতির হানায় বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও একজন আহত হয়েছেন ।
advertisement
স্থানীয় বাসিন্দা রমেন চক্রবর্তী বলেন, ‘‘বারংবার হাতি ঢুকে পড়ছে আমাদের এলাকায়। আমরা ভীষণ আতঙ্কে রয়েছি।’’ খবর পেয়ে আহত যুবককে দেখতে হাসপাতালে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এই বিষয়ে অরুণ ঘোষ জানান, এলাকাটিতে হাতির আনাগোনা রয়েছে। বর্তমানে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা ও বনদফতর সবরকম চিকিৎসার ব্যাপারটি দেখছি।প্রসঙ্গত এর আগেও নকশালবাড়ি ওই এলাকায় হাতির হানায় প্রাণ গিয়েছে অনেকের । তারপরেও কোন নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের।
advertisement
Anirban Roy
Location :
First Published :
December 14, 2022 10:36 AM IST