Siliguri News : পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা! বিনামূল্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে ই-রিকশা কাকু

Last Updated:

ই-রিকশায় চেপে স্বচ্ছন্দে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। সঙ্গে যাচ্ছেন অভিভাবকেরাও। পরীক্ষার দিনগুলিতে এ ভাবেই বিনামূল্যে পরিষেবা দেবেন শিলিগুড়ির ই-রিকশা চালকেরা।

+
title=

শিলিগুড়ি : ই রিকশায় চেপে স্বচ্ছন্দে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। সঙ্গে যাচ্ছেন অভিভাবকেরাও। পরীক্ষার দিনগুলিতে এ ভাবেই বিনামূল্যে পরিষেবা দেবেন শিলিগুড়ির ই-রিকশা চালকেরা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। স্বাভাবিক ভাবেই খুশি পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
রাজ্যজুড়ে চলছে উচ্চমাধ্যমিক। কারও পরীক্ষার সিট পড়েছে বাড়ি থেকে ৩ কিলোমিটারের মধ্যে, কারও বা ১০ কিলোমিটার পর্যন্ত। অনেকেই চিন্তিত ছিলেন কীভাবে সময়ে পৌঁছবেন। তাদের চিন্তা মুক্ত করতেই পরীক্ষার কয়দিন বিনামূল্যে ই-রিকশা পরিষেবা দেওয়ার কথা ভাবলেন দার্জিলিং জেলা INTTUC-র অন্তর্গত শিলিগুড়ি টাউন ব্লক-২।
advertisement
advertisement
দার্জিলিং জেলা সভাপতি নির্জল দে, জেলা সহ সভাপতি সাধন রায়, ব্লক-২ সভাপতি সুজিৎ ভৌমিক, জেলা সদস্য প্রদীপ মজুমদার, কার্যত এদের উদ্যোগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ই-রিকশা পরিষেবা শুরু করা হল সম্পূর্ণ বিনামূল্যে। যা বাস্তবায়ন করবে ই-রিকশা ইউনিয়নের সভাপতি রাকেশ পাল।
টাউন ২ ব্লকের ১৭টি ওয়ার্ডে এই পরিষেবা দেওয়া হবে। এছাড়াও আশিঘর মোড়, জলেশ্বরী, কানকাটা মোড়, হাতিয়াডাঙ্গা, ফকদই বাড়ি এলাকার ছাত্র-ছাত্রীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছবে ই-রিকশা চালকরা।প্রায় ৫০টি ই-রিকশা এই কাজ করবে। যে ই-রিকশাগুলি এই পরিষেবা দিচ্ছে সেগুলিতে সাঁটানো হয়েছে পোস্টার। আজ শিলিগুড়ি পুরনিগমের ২২নং ওয়ার্ডের অরবিন্দ পল্লী সমর বিড়ি ফ্যক্টরি থেকে এই পরিষেবার শুভ সূচনা করা হয়।
advertisement
ই-রিকশা ইউনিয়নের সভাপতি রাকেশ পাল জানান, "প্রায় ৫০টি ই-রিকশা এই কাজ করবে। যে ই-রিকশা গুলি এই পরিষেবা দিচ্ছে সেগুলিতে সাঁটানো হয়েছে পোস্টার। পরীক্ষার্থীরা সেইসব ই-রিকশাতে উঠলেই বিনামূল্যে পৌঁছে যেতে পারছেন পরীক্ষা কেন্দ্রে। শিলিগুড়ির ভুটিয়া মার্কেট, জুয়েল ক্লাব, আমতলা ক্লাব, দুধ মোড়, পাল পাড়া মোড়, বান্ধব সংঘ ক্লাব, বাগরাকোট, সুভাষপল্লি বাজার, জেলখানা মোড়, রবীন্দ্রসংঘ ক্লাব, সমর বিড়ি মোড়, শিলিগুড়ি পার্ক মোড়, ফুলেশ্বরী মোড়, টিকিয়াপাড়া মোড়, দাদাভাই মোড়, গোপাল মোড় এইসমস্ত জায়গা থেকে মিলবে পরিষেবা।
advertisement
এ ছাড়া শহরের বাইরে আশিঘর মোড়, জলেশ্বরী, কানকাটা মোড়, হাতিয়াডাঙ্গা, ফকদই বাড়ি এলাকার ছাত্র-ছাত্রীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছবে ই-রিকশা চালকরা। পরীক্ষার কয়েকটা দিন পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এই কাজ করছেন তাঁরা। অনেকেই অনেক দূর থেকে আসছে। তাই এই সহযোগিতা।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News : পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা! বিনামূল্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে ই-রিকশা কাকু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement