Siliguri News: ট্রাফিক আইন নিয়ে সচেতন করতে শিলিগুড়িতে পুলিশের হাতিয়ার বাস্কেটবল

Last Updated:

ট্রাফিক সচেতনতা গড়তে অভিনব উদ্যোগ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। হপ কার ঘুরে বেড়াবে স্কুল, শপিংমলের সামনে

+
title=

শিলিগুড়ি: ট্রাফিক আইন নিয়ে সচেতনতা গড়তে অভিনব উদ্যোগ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। চালু হল হপ কার। এই গাড়িতে একটি বাস্কেটবলের বাস্কেট রাখা আছে। কেউ বাস্কেটে বল ঢোকাতে পারলে তাকে হেলমেট প্রদান করা হবে। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী বলেন, ট্রাফিক আইন মেনে চলার জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বহুদিন আগে থেকেই নানান উদ্যোগ নিচ্ছে। এবার একটু অভিনব উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে। সেফ ড্রাইভ, সেভ লাইভের প্রচার এবং বাস্কেটবলকে একসঙ্গে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ। বাস্কেটবল ভ্যানের মাধ্যমে শিলিগুড়ি শহর এবং গ্রামীণ এলাকায় ট্রাফিক সচেতনতার বার্তা দিচ্ছে তারা।
এই হপ কার নিয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট প্রতিযোগিতা করবে বলে জানিয়েছে শিলিগুড়ি পুলিশ। শিলিগুড়ির মার্গারেট স্কুলে ছোট অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটির উদ্বোধন করা হয়। পুলিশ কমিশনার অখিলেশকুমার চতুর্বেদী গাড়িটির উদ্বোধন করেন। তিনি বলেন, 'সেফ ড্রাইভ সেভ লাইফকে তুলে ধরতে আমাদের এই উদ্যোগ। সকলকে সচেতন হয়ে গাড়ি চালাতে হবে।' একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় গাড়িটিকে পথে নামানো হয়েছে। এই গাড়িতে একটি বাস্কেটবল কোর্ট আছে। বিভিন্ন স্কুল এবং শপিং মলের সামনে যাবে এই গাড়ি। এরপর সেখানকার জনগণকে সচেতন করতে একটি প্রতিযোগিতা করা হবে। ওই প্রতিযোগিতায় বাস্কেটে বল ফেলতে হবে। দশটার মধ্যে যে বেশি বল বাস্কেটে ফেলতে পারবে তাকে উপহারও দেওয়া হবে। এভাবে গ্রামগঞ্জের সমস্ত স্কুলেও ঘুরবে শিলিগুড়ি পুলিশের এই গাড়ি।
advertisement
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ট্রাফিক আইন নিয়ে সচেতন করতে শিলিগুড়িতে পুলিশের হাতিয়ার বাস্কেটবল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement