All India Letter Writing Competition Dhai Akhar: মনের কথা উজাড় করতে পারেন চিঠিতে? ডাক বিভাগ আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় বহু অঙ্কের পুরস্কার

Last Updated:

All India Letter Writing Competition Dhai Akhar: 'ঢাই আখর' নামে এই চিঠি লেখার প্রতিযোগিতায় একটি নির্দিষ্ট থিমের ওপর দেশ জুড়ে সবাইকে চিঠি লেখার জন্য আহ্বান জানানো হয়েছে।

+
সেরা

সেরা চিঠি-লিখিয়েদের জন্য থাকছে নানা ধরনের আর্থিক পুরস্কারের ব্যবস্থা

অনির্বাণ রায়, শিলিগুড়ি : ই-মেল, ফেসবুক আর হোয়াটসঅ্যাপের যুগে মানুষকে হাতে-কলমে কাগজে চিঠি লেখানোর চ্যালেঞ্জ নিয়েছে ভারতের ডাক বিভাগ বা ‘ইন্ডিয়া পোস্ট’। চিঠি লেখার ওপর পুরস্কারও ঘোষণা করা হয়েছে। ডাক বিভাগের মতে, ডিজিটাল যুগে ডাক বিভাগের ব্যবসাপাতি লাটে উঠেছে বহু আগেই। পোস্টকার্ড বা কাগজ নিয়ে এখন আর কেউ চিঠি লেখেন না। ডাকবাক্সগুলো মরচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থার উত্তরণ ঘটানো দরকার। আর তাই দেশ জুড়ে ‘সর্বভারতীয় চিঠি লেখা প্রতিযোগিতা’-র আয়োজন করেছে ডাক বিভাগ। ‘ঢাই আখর’ নামে এই চিঠি লেখার প্রতিযোগিতায় একটি নির্দিষ্ট থিমের ওপর দেশ জুড়ে সবাইকে চিঠি লেখার জন্য আহ্বান জানানো হয়েছে।
আঠারো বছরের কম ও বেশি বয়সিরা তাঁদের জন্য নির্ধারিত ক্যাটেগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সেরা চিঠি-লিখিয়েদের জন্য থাকছে নানা ধরনের আর্থিক পুরস্কারের ব্যবস্থা। আঞ্চলিক এবং জাতীয় স্তরে এই প্রতিযোগিতা হবে। ডাক বিভাগের পক্ষে ফিলাটেলিক বিউরো চিফ রতন সরকার জানিয়েছেন, “১৮ বছরের নীচে যাঁরা রয়েছেন, তাঁরা একটি ক্যাটেগরিতে থাকবেন। বাকিরা থাকবেন অপর ক্যাটেগরিতে। প্রতিটি ক্যাটেগরিতে দু’টি বিভাগ থাকবে। একটি খাম বিভাগ, অন্যটি ইনল্যান্ড লেটার বিভাগ। যাঁরা খাম বিভাগে অংশ নেবেন, তাঁরা এক হাজার শব্দের মধ্যে চিঠি লিখবেন। ইনল্যান্ড লেটারে শব্দ সংখ্যা সর্বাধিক ৫০০। আগামী ৩১  আগস্ট এর মধ্যে চিঠি পাঠাতে হবে ডাক বিভাগে।”
advertisement
advertisement
ডাক বিভাগের কর্তারা জানাচ্ছেন, প্রতিটি সার্কেলে এই প্রতিযোগিতা হবে। প্রতিটি ক্যাটেগরির প্রতিটি বিভাগে সেরা তিনটি চিঠি নির্বাচন করা হবে। সেখানে পুরস্কার মূল্য ২৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা। সার্কেলের সেরা চিঠিগুলি সর্বভারতীয় স্তরে নির্বাচনের জন্য যাবে। সেখানে সেরা তিনটি বিভাগে পুরস্কার মূল্য ৫০ হাজার, ২৫ হাজার ও ১০ হাজার টাকা।
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
All India Letter Writing Competition Dhai Akhar: মনের কথা উজাড় করতে পারেন চিঠিতে? ডাক বিভাগ আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় বহু অঙ্কের পুরস্কার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement