জোড়া শতরানের মালিক শিখর-রোহিত, জুড়লেন রেকর্ড বইয়ে নতুন পাতা!

Last Updated:

রোহিত -ধাওয়ান জোড়া শতরানের ধাক্কায় ভেঙে পরলেন পাকিস্তানি বোলাররা, জানেন কি আরও কী কী ভাঙল!

#দুবাই: পাকিস্তানকে পরপর দু‘টি ম্যাচে হারানো ৷ তারওপর সুপার ফোরের এই ম্যাচে জয় তো লড়াকু জয়ও নয় ৷ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কেমন যেন হেলায় জয় ৷
দুই ওপেনরারে জোড়া শতরানের দিশেহারে পাকিস্তানি বোলিং ব্রিগেড ৷ ৯ উইকেটে জয়ের ম্যাচে শিখর ও রোহিতের ১১৪ ও ১১১ রান পাশাপাশি প্রথম উইকেটে  ২১০ রানের পার্টনারশিপ ৷ রেকর্ড বইয়ে বেশ কয়েকটি নতুন পাতা যোগ করলেন ভারতীয় ওপেনাররা ৷ এদিন পাকিস্তানের ২৩৮ রানের টার্গেট ভারত ১০. ৩ ওভার বাকি থাকতেই পৌঁছে যায় ৷
advertisement
Photo-AP Photo-AP
advertisement
ধাওয়ান এদিন ১০০ বলে ১১৪ রান করেন রান আউট না হলে হয়ত দশ উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নজিরও গড়তে পারত ভারত ৷ ধাওয়ানের এই দুরন্ত ইনিংসের জন্য এদিন তিনি ব্যক্তিগত একটা নজির গড়লেন ৷ এশিয়া কাপে প্রথম এবং একমাত্র ক্রিকেটার যার দুটি শতরান রয়েছে ৷ প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে শতরান করেছিল ভারত আবার এদিন পাকিস্তানের বিরুদ্ধেও শতরান হাঁকালেন তিনি ৷
advertisement
এদিকে ধাওয়ানের এশিয়া কাপেই শুধু জোড়া শতরান আছে তা নয় ৷ ২০১৫ বিশ্বকাপেও জোড়া শতরান করেছিলেন তিনি ৷ যে নজির ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শুধু সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আছে ৷
২০১৩-র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও  জোড়া শতরান ছিল ধাওয়ানের ৷ ক্রিকেটের তিনটি মেগা টুর্নামেন্টে দুটি করে শতরান করে এক কথায় দারুণ এক নজির করলেন শিখর ধাওয়ান ৷
advertisement
এদিকে শিখরের নজিরের দিনে রোহিত শর্মার সঙ্গে পার্টনারশিপেও চমক ৷ রান তাড়া করার সময় ভারতীয় ওপেনারদের করা সর্বোচ্চ রানের পার্টনারশিপ এতদিন ছিল গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সেওয়াগের ৷ তাঁদের রান ছিল ২০১ ৷ এদিন গোতি-বীরুর জুটিকে সরিয়ে এক নম্বর জায়গাটা ছিনিয়ে নিলেন রোহিত-ধাওয়ান ৷ এছাড়া ওপেনিং জুটিতে ১৩ টি শতরানের পার্টনারশিপ হয়ে গেল এই দুই ক্রিকেটারের মধ্যে ৷ এটা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৷ তাঁদের আগে শুধু রয়েছেন সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এঁদের জুটির ১০০-র বেশি রানের পার্টনারশিপের সংখ্যা ২১ !
advertisement
বাঁ হাতি হিসেবে দ্বিতীয় সবচেয়ে বেশি শতরানের মালিক হয়ে গেলেন ধাওয়ান ৷ এদিন পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের ১৫ তম শতরান করে ফেললেন তিনি ৷  তিনি যুবরাজ সিংয়ের ১৪ টি শতরানকে টপকে গেলেন দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
জোড়া শতরানের মালিক শিখর-রোহিত, জুড়লেন রেকর্ড বইয়ে নতুন পাতা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement