মেয়ের লেখায় অভিভূত অমিতাভ, ইন্সটাগ্রামে কী লিখলেন পড়ুন
Last Updated:
অবশেষে আমার পরিবারে হরিবংশ রাই বচ্চনের শিল্পশৈলীর উত্তরাধিকার পাওয়া গেল: অমিতাভ বচ্চন
#মম্বই: ভীষণ খুশি, ভীষণ গর্বিত অমিতাভ বচ্চন। সোশাল মিডিয়ায় প্রকাশ পেল সেই উচ্ছ্বাস! জানালেন, তাঁর বাবা, বিখ্যাত লেখক হরিবংশ রাই বচ্চনের যোগ্য উত্তরাধিকার রয়েছে তার পরিবারে!
সেই উত্তরাধিকার আর কেউ নন, বিগ বি কন্যা শ্বেতা বচ্চন নন্দা। অক্টোবরে প্রকাশিত হচ্ছে শ্বেতার প্রথম উপন্যাস- 'পার্যাডাইস টাওয়ার'। অমিতাভ ইন্সটাগ্রামে পোস্ট করেন-
advertisement
উপন্যাসের প্রকাশক জানান, গল্পের প্রেক্ষাপট মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্ট। ওই অ্যাপার্টমেন্ট ঘিরেই জন্ম নেয় কিছু চরিত্র, ফুটে ওঠে জীবনের নানান আঙ্গিকের ছবি।
view commentsLocation :
First Published :
April 16, 2018 7:12 PM IST


